, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হতাশায় বছর শেষ করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা

  • আপলোড সময় : ২০-১১-২০২৪ ১০:২৭:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১১-২০২৪ ১০:২৭:৪৫ পূর্বাহ্ন
হতাশায় বছর শেষ করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা
২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ভেনেজুয়েলার পর উরুগুয়ের বিপক্ষেও হতাশার ড্র দিয়ে বছর শেষ করেছে ব্রাজিল। আজ বুধবার (২০ নভেম্বর) উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা।

ম্যাচের প্রথমার্ধে আক্রমণভাগে ছন্নছাড়া পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মাথায় গোল হজম করে ব্রাজিল। ম্যাচের ৫৫ মিনিটে রিয়াল মাদ্রিদ তারকা ফেদরিকো ভালবার্দের গোলে এগিয়ে যায় উরুগুয়ে।

এরপর ম্যাচের ৬২ মিনিটে গারসনের গোলে সমতা আনে ব্রাজিল। এরপর ব্রাজিলের চিরায়ত আক্রমণাত্মক ফুটবলও দেখা গেছে। কিন্তু ফরোয়ার্ড লাইনের দুর্বলতায় আরও একবার হতাশ হতে হয়েছে তাদের।

এই ড্রয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইপর্বে ১২ ম্যাচে ৫ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে নেমে গেল ব্রাজিল। সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে।
সর্বশেষ সংবাদ
দেশে ফিরল বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরল বিশ্বজয়ী হাফেজ আনাস