, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


দুধ দিয়ে গোসল করে ‘চাকরিতে ৩৫’ আন্দোলনের কমিটি বিলুপ্ত

  • আপলোড সময় : ১৯-১১-২০২৪ ০২:৫৬:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১১-২০২৪ ০২:৫৬:২৩ অপরাহ্ন
দুধ দিয়ে গোসল করে ‘চাকরিতে ৩৫’ আন্দোলনের কমিটি বিলুপ্ত
এবার চাকরিতে বয়স ৩৫ করার দাবিতে বিগত ১২ বছর ধরে চলা আন্দোলনের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন আহ্বায়ক শরিফুল হাসান শুভ। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে দুধ দিয়ে গোসল করে এই ঘোষণা দেন শরিফুল।

এদিকে দুধ দিয়ে গোসলের আগে তিনি বলেন, আমরা দীর্ঘ ১২ বছর আন্দোলন করেছি কেউ আমাদের কথা শুনেনি চাকরির বয়স বৃদ্ধি হয়নি। অনেক সংগ্রাম করেছি, কুকুরের সাথে শুয়ে শুয়ে অনশন করেছি, মামলা খেয়েছি জেল খেটেছি সেইসব স্মৃতি ভুলে সরকারের ৩২ বছরের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে আমরা কমিটি বিলুপ্ত করে দিচ্ছি।

এখনো আন্দোলন চলমান ও পরবর্তীতে ভিন্ন ব্যানারে আন্দোলন হওয়া প্রসঙ্গে তিনি বলেন, কেউ যদি ভিন্ন নামে ৩২-কে অযৌক্তিক মনে করে তাহলে তারা আন্দোলন করতেই পারে। তবে এতদিন যে ব্যানারে আন্দোলন চলেছে সেটির বিলুপ্তি ঘটাতে আজকে এই কার্যক্রম।
দেশে ফিরল বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরল বিশ্বজয়ী হাফেজ আনাস