, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পুলিশ ভেরিফিকেশনে থাকছে না রাজনৈতিক পরিচয়

  • আপলোড সময় : ১৮-১১-২০২৪ ০৭:৩৫:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৪ ০৭:৩৫:৩৬ অপরাহ্ন
পুলিশ ভেরিফিকেশনে থাকছে না রাজনৈতিক পরিচয়
এবার পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক পরিচয় তুলে দেওয়ার সুপারিশ করেছে বলে জানিয়েছেন কমিশন প্রধান সফর রাজ হোসেন। আজ সোমবার (১৮ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার নিজ দপ্তরে পুলিশ সংস্কার কমিশনের প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

এদিন সভায় কমিশনের সব সদস্য উপস্থিত ছিলেন। সফর রাজ হোসেন বলেন, প্রাথমিক পর্যায়ে বেশকিছু কাজ করেছি। এটাকে একটা খসড়ার চূড়ান্ত রূপ বলা যায়।

তিনি বলেন, আমরা যেসব সুপারিশ করছি এর কিছু কিছু বিষয় স্বল্প সময়ে বাস্তবায়ন করা সম্ভব। এ ছাড়া কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো বাস্তবায়ন করতে দীর্ঘ সময় প্রয়োজন হবে।

এদিকে চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা এই প্রথাকে বাদ দেওয়ার সুপারিশ করছি। অক্টোবর মাসের ৬ তারিখ থেকে কাজ শুরু করে পুলিশ সংস্কার কমিশন। চলতি বছরের ৩১ ডিসেম্বর কমিশনের রিপোর্ট দাখিল করার কথা রয়েছে।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস