, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বিশ্ববিদ্যালয় কর্মচারীর মর্মান্তিক মৃত্যু

  • আপলোড সময় : ১৮-১১-২০২৪ ০৬:৩২:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-১১-২০২৪ ০৬:৩২:৫৮ অপরাহ্ন
বিশ্ববিদ্যালয় কর্মচারীর মর্মান্তিক মৃত্যু
এবার সড়ক দুর্ঘটনায় মারা গেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কর্মচারী মো. আব্দুল মান্নান। সোমবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল মান্নান মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয় থেকে দিনাজপুর শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে নিহত মো. আব্দুল মান্নান বিশ্ববিদ্যালয়ের মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ল্যাব টেকনেশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। কর্মচারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. এনামউল্যা।

এক শোক বার্তায় তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের একটি তাজা প্রাণ ঝরে গেল, এ ধরনের মৃত্যু মেনে নেয়া কষ্টদায়ক। কর্মজীবনে মো. আব্দুল মান্নান তার ওপর অর্পিত দায়িত্ব তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। মহান আল্লাহ রাব্বুল আল আমীন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন'।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা