, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চলালো ভারত

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৫:১৮:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৫:১৯:১৫ অপরাহ্ন
হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চলালো ভারত
এবার দূর-পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। শনিবার (১৬ নভেম্বর) দেশটির ওড়িশা রাজ্যের পূর্ব উপকূলের ড. এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে দেশীর প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। ফলে বিশ্বের যে কয়টি দেশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তৈরি ও সফলভাবে পরীক্ষা করার সক্ষমতা অর্জন করেছে, তাদের তালিকায় যুক্ত হলো ভারত।
 
আজ রোববার (১৭ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারত সফলভাবে অভ্যন্তরীণভাবে তৈরি দীর্ঘ-পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে। একে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা এবং প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে একটি বড় অর্জন হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্বব্যাপী হাইপারসনিক অস্ত্র তৈরির জন্য যেসব দেশে প্রচেষ্টা চলছে, তার মধ্যে ভারতও রয়েছে। চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের পাশাপাশি তারারও দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজ করছে।

এক বিবৃতিতে ভারত সরকার বলেছে, এই মিসাইলের পরীক্ষা পরিচালনা করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। ক্ষেপণাস্ত্রটি সশস্ত্র বাহিনীর জন্য দেড় হাজার কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি ভারতীয় সশস্ত্র বাহিনীর সেনা, বায়ুসেনা বা নৌবাহিনীর যে কেউ ব্যবহার করতে পারবে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই পরীক্ষাকে ‘ঐতিহাসিক অর্জন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা পোস্টে তিনি লিখেছেন, নতুন ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের মাধ্যমেই ভারত নতুন মাইলফলক ছুঁয়েছে। এটি ভারতকে এমন এক বিশেষ গোষ্ঠীতে স্থান দিয়েছে যারা এ ধরনের গুরুত্বপূর্ণ ও উন্নত প্রযুক্তি ধারণ করে।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া