, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


'স্টেডিয়ামে দোকান ভাড়া ২ লাখ, কিন্তু সরকার পায় ৭-৮ হাজার টাকা'

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৪:১৮:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৪:১৮:৫১ অপরাহ্ন
'স্টেডিয়ামে দোকান ভাড়া ২ লাখ, কিন্তু সরকার পায় ৭-৮ হাজার টাকা'
মিরপুর শেরে বাংলা এবং বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অধীনে বেশকিছু দোকান রয়েছে। যেগুলোর ভাড়ার অর্থ পেয়ে থাকে দেশের সরকার। তবে আওয়ামী লীগ সরকারের আমলে এই দোকানগুলোর ভাড়া নিয়ে নানা অনিয়ম হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

আজ রোববার (১৭ নভেম্বর) অন্তর্বর্তীকালীন সরকারের গত ১০০ দিনের কার্যক্রম নিয়ে যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন করেন তিনি। সেখানে স্টেডিয়ামগুলোর অধীনে থাকা দোকানগুলো নিয়ে অনিয়ম বন্ধ করতে নতুন কমিটি করার কথা জানিয়েছেন আসিফ মাহমুদ। কমিটির প্রস্তাবনা অনুযায়ী ক্রীড়া মন্ত্রণালয় নতুন করে বন্টন করবে দোকান।

আসিফ বলেন, স্টেডিয়াম মার্কেটের দোকানগুলো নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। তাদের পরামর্শক্রমে নতুন করে বন্টন করা হবে। আমাদের স্টেডিয়ামগুলোতে যে দোকানগুলো রয়েছে, সেখানে সরকার খুবই নামমাত্র ভাড়া পায়। কিন্তু আসলে চার-পাঁচটা চুক্তি হয়ে গেছে এক-একটা দোকানে।

দোকানের ভাড়া নিয়ে তিনি বলেন, বারবার হাত বদল হতে হতে দেখা যায় সরকার পায় ৭-৮ হাজার, কিন্তু আসল ভাড়া ২ লাখের কাছাকাছি। সে জায়গাগুলোতে পরিবর্তন আনার জন্য আমরা একটা কমিটি করেছিলাম। সে কমিটির প্রস্তাবনা দাখিল হবে বলে আমি জানতে পেরেছি। প্রস্তাবনার ভিত্তিতে আমরা একটা ব্যবস্থামূলক সিদ্ধান্ত নেব।
সর্বশেষ সংবাদ
দেশে ফিরল বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরল বিশ্বজয়ী হাফেজ আনাস