, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


মওলানা ভাসানীর জন্ম না হলে আমরা বাংলাদেশের নাগরিক হতাম না: কাদের সিদ্দিকী

  • আপলোড সময় : ১৭-১১-২০২৪ ০৩:০৪:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-১১-২০২৪ ০৩:০৪:১৬ অপরাহ্ন
মওলানা ভাসানীর জন্ম না হলে আমরা বাংলাদেশের নাগরিক হতাম না: কাদের সিদ্দিকী
হুজুর মওলানা ভাসানীর জন্ম না হলে পাকিস্তান হতো না, পাকিস্তান না হলে বাংলাদেশের জন্ম হতো না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী। তিনি বলেন, তার অনাদর দেখে খুব কষ্ট লাগে।

আজ রোববার (১৭ নভেম্বর) সকালে মওলানা ভাসানীর ৪৮ তম জন্ম বার্ষিকীতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় কাদের সিদ্দিকী বলেন, আজকে সকালে যে পত্রিকাগুলো পড়লাম তাতে হুজুর মওলানা ভাসানীর খুব একটা উল্লেখ নেই, দুই একটাতে আছে খুব ছোট করে, একটা-দুইটাতে দেখলাম ভেতরে।

তিনি বলেন, অতি সম্প্রতি বাংলাদেশ একটা মারাত্মক পরিবর্তন হয়েছে। কিন্তু অতীত বর্জন করে, অস্বীকার করে, এই পরিবর্তন যদি কেউ করতে চায়, তাহলে সে আহম্মকের স্বর্গেই বাস করছে। দুদিন পরে তাদেরকেও এ রকম হতে হবে। মানুষ খুব আশা করেছিল কিন্তু গত তিন মাসে মানুষের আশার ফল পাই নাই। সাধারণ মানুষের যে উপার্জন, তাতে তারা বাজারে যেতে পারছে না। পরিবার নিয়ে খেতে পারছে না ভালোভাবে।

তিনি আরও বলেন, মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতো একজন ওলী, জনগণের বন্ধু এই উপমহাদেশে খুব কম আছে। আমি আল্লার কাছে প্রার্থনা করি তাকে যেন বেশত নসীব করেন। তার উছিলায় বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখেন।
দেশে ফিরল বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরল বিশ্বজয়ী হাফেজ আনাস