, বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ফ্রেঞ্চ ওপেনে এমবাপ্পে

  • আপলোড সময় : ১২-০৬-২০২৩ ০৩:২৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৩ ০৩:২৫:০০ অপরাহ্ন
ফ্রেঞ্চ ওপেনে এমবাপ্পে ছবি : সংগৃহীত
সেমিফাইনালে চোট পাওয়া কার্লোস আলকারেজের বিপক্ষে লড়াইটা একপেশে হয়েছিল। যে কারণে খুব সহজেই ফাইনালে পা দিয়েছিলেন নোভাক জোকোভিচ। তবে ফাইনালে যে এর থেকেও একপেশে খেলা হবে সেটা কে জানত। প্রতিপক্ষ ক্যাসপার রুড শুরুটা করেছিলেন দুর্দান্ত। তবে অভিজ্ঞতার আলোয় ঘুরে দাঁড়িয়ে ধীরে ধীরে নিজের আধিপত্য বিস্তার করেন জোকোভিচ। শেষ পর্যন্ত প্রতিপক্ষ কোনোরকম পাত্তা না দিয়ে সরাসরি সেটে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেন সাবেক নম্বর ওয়ান এই টেনিস তারকা।

এদিকে বছরের অন্যতম শীর্ষ টেনিস লড়াইটি দেখতে ফিলিপে সাতরিয়ের কোর্টের গ্যালারিতে হাজির হয়েছেন বিভিন্ন অঙ্গনের তারকারা। এর মধ্যে ফুটবলার যেমন আছেন, আছেন হলিউড তারকাও। যে কারণে রোলাঁ গারো আজ শুধু লালচে কোর্টেই রঙিন নয়, গ্যালারিতেও তারার আলোয় আলোকিত।  ফুটবলারদের মধ্যে আছেন দুই জনপ্রিয় তারকা কিলিয়ান এমবাপ্পে আর ইব্রাহিমোভিচ। দুই মৌসুমের মধ্যবর্তী সময় বলে এমবাপ্পের মাঠের ব্যস্ততা নেই। আর ইব্রা তো গত সপ্তাহে ফুটবল থেকেই অবসর নিয়েছেন।

‘ফোর ওয়েডিংস এন্ড ফেনারেল’ ছবির জন্য বাফটা ও গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডও জিতেছেন হিউ গ্রান্ট। ব্রিটিশ এই অভিনেতা অল্প বয়সে রাগবি খেলতেন, ফুটবল মাঠেও প্রায়ই থাকেন। তবে টেনিসের প্রতি আগ্রহও যে কম নয়, সেটি বোঝা যাচ্ছে আজ তাকে গ্যালারিতে দেখে। আজকের ম্যাচ দেখতে গ্যালারিতে থাকা তারকাদের মধ্যে আরও আছেন নোভাক জোকোভিচের স্ত্রী জেলেনা জোকোভিচ, যুক্তরাষ্ট্রের সাবেক ফুটবলার টম ব্রাডি ছাড়াও বর্তমান সময়ের তারকা ফুটবলার অলিভিয়ের জিরুড, থিও এরনান্দেজ আর বেঞ্জামিন পাভাররাও।
সর্বশেষ সংবাদ
জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়েখ আহমাদুল্লাহ

জাতীয় নিরাপত্তার স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: শায়েখ আহমাদুল্লাহ