, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ , ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


২৮ বছর পর কলকাতা বইমেলায় নেই বাংলাদেশের নাম

  • আপলোড সময় : ১৬-১১-২০২৪ ০৫:১৯:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৪ ০৫:১৯:২৩ অপরাহ্ন
২৮ বছর পর কলকাতা বইমেলায় নেই বাংলাদেশের নাম
এবার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া বইমেলায় অংশগ্রহণকারী দেশের তালিকা থেকে বাদ পড়েছে বাংলাদেশ। দীর্ঘ ২৮ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো এই তালিকায় বাংলাদেশের নাম উল্লেখ করা হয়নি। ফলে, ২০২৫ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অনুপস্থিত থাকবে বাংলাদেশ। তবে এই অনুপস্থিতির কারণ এখনও স্পষ্ট নয়।

এতে করে বইমেলায় বাংলাদেশের স্টল থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শনিবার (১৬ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ বছরের মধ্যে প্রথমবারের মতো কলকাতা আন্তর্জাতিক বইমেলার শিডিউলে অংশগ্রহণকারী দেশ হিসাবে বাংলাদেশের উল্লেখ পাওয়া যায়নি।

শুক্রবার এই বইমেলার শিডিউল প্রকাশ করা হয়। গতকাল (১৫ নভেম্বর) শুক্রবার প্রকাশিত কলকাতা আন্তর্জাতিক বইমেলার সময়সূচী প্রকাশ করা হয়। ১৯৯৬ সাল থেকে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতিবেশী কলকাতা শহরের বইমেলার প্রতিটি সংস্করণে স্থান পেয়েছে বাংলাদেশ। ১৯৯৯ সালে শেখ হাসিনা নিজে মেলায় যোগ দিয়েছিলেন ওই বছর বাংলাদেশ ছিল থিম কান্ট্রি। ২০০১ এবং ২০০৮ এর মধ্যে এই ঐতিহ্যের কোন বিরতি ছিল না।

এই ব্যাপারে গিল্ডের সভাপতি ত্রিদিব চ্যাটার্জী জানান, আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বাংলাদেশ অংশগ্রহণ করছে না- এটা এখনই বলা যাচ্ছে না। আমরা অপেক্ষা করছি, যদি আগামী দিনে এই জটিলতা কমে। উদ্ভূত পরিস্থিতিতে আমরা ভারতের কেন্দ্রীয় সরকারের যথোপযুক্ত সরকারি নির্দেশনার অপেক্ষায় রয়েছি। যে পরিস্থিতির মধ্যে ভারত এবং বাংলাদেশ রয়েছে সেখানে সরকারি কোন নির্দেশনা ছাড়া আমরা সিদ্ধান্ত নিতে পারছি না।

বাংলাদেশ বইমেলায় অংশগ্রহণ না করলে কলকাতার পাঠকরা বাংলাদেশি বইয়ের স্বাদ থেকে বঞ্চিত হবেন কি না? এমন প্রশ্নের উত্তরে ত্রিদিব চ্যাটার্জী বলেন, এটাই তো স্বাভাবিক। যেমন গত ৪৮ বছরে জার্মানি কলকাতা বইমেলায় অংশগ্রহণ করতে না পারার কারণে পাঠকরা জার্মান সাহিত্যকে কাছে পায়নি। ঠিক তেমনভাবেই বাংলাদেশও যদি না আসতে পারে তবে কলকাতার পাঠকদের কাছে বাংলাদেশের সাহিত্য শূন্যতা সৃষ্টি করবে।

একই অভিমত জানিয়ে গিল্ডের সম্পাদক সুধাংশু শেখর দে বলেন, বাংলাদেশ যদি এই বইমেলায় অংশ না নিতে পারে তবে সেখানকার সাহিত্যিক, লেখকরা যেমন আসবেন না, তেমনি বইও থাকবে না। স্বভাবতই কলকাতার পাঠকরা তা থেকে বঞ্চিত হবেন। কারণ বাংলাদেশি সাহিত্যের অনেক পাঠক কলকাতায় তৈরি হয়েছে।

এদিকে এই প্রথম জার্মানিকে “থিম কান্ট্রি” হিসেবে পাচ্ছে কলকাতা বইমেলা। জার্মানির ভাইস কনসাল সাইমন ক্লাইনপাস এবং গ্যেটে ইনস্টিটিউটের ডিরেক্টর অ্যাস্ট্রিড ওয়েগে জানান, পরিবেশ সচেতনতা ও সাংস্কৃতিক বৈচিত্র্য জার্মান প্যাভিলিয়নে গুরুত্ব পাবে। স্থপতি অনুপমা কুণ্ডু জার্মান প্যাভিলিয়নটি সাজাবেন। গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর দে জানান, ২৮ জানুয়ারি বইমেলার উদ্বোধন হবে। চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। গত বছরেএই বইমেলায় ১০৫০টি স্টল ছিল। সুষ্ঠুভাবে আয়োজনের স্বার্থে এবার স্টলের সংখ্যা বাড়বে না।
কারাগারে কোরআনের হাফেজ হলেন ১৩ হাজার বন্দি

কারাগারে কোরআনের হাফেজ হলেন ১৩ হাজার বন্দি