দেশের জার্সিতে সবশেষ ২০১৯ সালে টেস্টে ম্যাচ খেলেছিলেন ইমরুল কায়েস। ভারতের বিপক্ষে গোলাপি বলে দিবারাত্রির সেই ম্যাচের পর আর কখনও জাতীয় দলের হয়ে খেলা হয়নি বাঁহাতি এই ব্যাটারের। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত দেখা যেতো তাকে। এবার টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলে দিলেন তিনি।
আজ শনিবার (১৬ নভেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিজের বিদায়ী ম্যাচ খেলতে নেমেছেন ইমরুল। প্রথম ইনিংসে ব্যাট হাতে আলো ছাড়াতে পারেননি তিনি। মাত্র ১৬ রানে ফিরে যান প্যাভিলিয়নে। এরপর দুপুরে লাঞ্চ বিরতিতে ইমরুলকে বিশেষ সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল। দলের পক্ষ হতেও ইমরুলকে সম্মাননা স্মারক তুলে দেন নুরুল হাসান সোহান-মোহাম্মদ মিঠুনরা। পরে দলীয় ফটোসেশনেও দেখা যায় তাদের।
টেস্ট এবং প্রথম শেণির ক্রিকেট থেকে অবসর নিয়েও ওয়ানডে ও টি-২০ ফরম্যাট চালিয়ে যাবেন তিনি। ডিসেম্বরে অনুষ্ঠেয় বিপিএলে খুলনা টাইগার্সে খেলবেন ইমরুল। ‘বি’ ক্যাটাগরির ড্রাফট থেকে দল পেয়েছেন তিনি। অবশ্য বিপিএল শিরোপা জয়ী এই অধিনায়ককে ‘বি’ ক্যাটাগরিতে রাখায় ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে জাতীয় দলের জার্সিতে ৩৯ টেস্ট খেলে ২৪.২৮ গড়ে ১৭৯৭ রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। তিনটি সেঞ্চুরি ও চারটি ফিফটি আছে তার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩৭ ম্যাচ খেলে ৭৯৩০ রান করেছেন তিনি।