, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ , ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১৬ দশমিক ৮ 

  • আপলোড সময় : ১৬-১১-২০২৪ ১২:৪৩:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-১১-২০২৪ ১২:৪৩:১২ অপরাহ্ন
দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ১৬ দশমিক ৮ 
এবার হিমালয়ের কাছাকাছি অবস্থানের কারণে উত্তরের জেলা দিনাজপুরে শীতের তীব্রতা তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়। অগ্রহায়ণ মাসের শুরু থেকেই শীতের আমেজ এসে পৌঁছেছে এই অঞ্চলে।

মহাসড়কে ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে বিভিন্ন যানবাহনকে। ঘর থেকে বের হওয়া অনেকেই গায়ে জড়িয়েছেন হালকা শীতের পোশাক। আজ শনিবার (১৬ নভেম্বর) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানিয়েছেন, শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সেই সঙ্গে আজ সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ, এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২ কিলোমিটার।

এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে, যেখানে তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সর্বশেষ সংবাদ
শহীদদের নামে দেশের ২২০ উপজেলায় স্টেডিয়াম হবে: ক্রীড়া উপদেষ্টা

শহীদদের নামে দেশের ২২০ উপজেলায় স্টেডিয়াম হবে: ক্রীড়া উপদেষ্টা