, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪ , ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নাম পাল্টে ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’ লেখা সাইনবোর্ড টাঙালেন শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ১৫-১১-২০২৪ ১১:৪৭:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১১-২০২৪ ১১:৪৭:১৪ পূর্বাহ্ন
নাম পাল্টে ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’ লেখা সাইনবোর্ড টাঙালেন  শিক্ষার্থীরা
এবার বঙ্গবন্ধু নাম পাল্টে এবার ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’ লেখা সাইনবোর্ড টাঙালেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে শহরের মডেল টাউনে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনের সামনে এ নতুন সাইনবোর্ড টাঙানো হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতা আন্দোলনের এক দফার দাবির মুখে শেখ হাসিনা সরকারের পতন হয়।

এরপর থেকেই ‘নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়’ -এর নাম পরিবর্তনের জোরালো দাবি জানিয়ে আসছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ সেই নাম পরিবর্তন করে সাইনবোর্ড টানানো হলো। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নওগাঁয় নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা আরমান হোসেন ও সাদনান সাকিবসহ স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এদিকে শিক্ষার্থীরা জানান, আওয়ামী সরকারের আমলে ফ্যাসিস্ট হাসিনা শেখ মুজিবের নামে অযৌক্তিকভাবে নওগাঁর এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করেছিল। অথচ অনেক আগে থেকেই এই বিশ্ববিদ্যালয় নওগাঁর নামে নামকরণের জন্য আমরা আন্দোলন করে এসেছি। তাই নিজ অবস্থান থেকে শিক্ষার্থীদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের নতুন এই সাইনবোর্ড টানানো হলো।

নওগাঁয় নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা আরমান হোসেন বলেন, নওগাঁয় বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়ার পর থেকে অসংখ্যবার রাজপথে নেমে নাম পরিবর্তনের দাবি নিয়ে আমরা কাজ করেছি। তবে ফ্যাসিস্ট হাসিনার আমলে সেটি সম্ভব হয়নি। অবশেষে বিশ্ববিদ্যালয়ের প্রতি নিজেদের অনুভূতির জায়গা থেকে নিজেরাই নতুন নামকরণ করে সাইনবোর্ড টানালাম। কাজটি করার পর থেকে অন্যরকম ভালোলাগা কাজ করছে। আগামীতেও বিশ্ববিদ্যালয়ের নামকরণ নিয়ে যাতে কেউ অপরাজনীতি না করতে পারে সেবিষয়েও আমরা সজাগ থাকব।

এদিকে নওগাঁ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে গিয়ে উপাচার্য (ভিসি) ড. মোহা. হাছানাত আলীকে পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে এ মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন তিনি। এ বিষয়ে কথা বলতে তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।
সর্বশেষ সংবাদ
শহীদদের নামে দেশের ২২০ উপজেলায় স্টেডিয়াম হবে: ক্রীড়া উপদেষ্টা

শহীদদের নামে দেশের ২২০ উপজেলায় স্টেডিয়াম হবে: ক্রীড়া উপদেষ্টা