, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ট্রাম্পের বিজয়ে ক্ষেপছে মার্কিন নারীরা, বলছেন পুরুষদের সঙ্গে যৌনতায় ‘না’

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০৬:৩২:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০৬:৩২:১৬ অপরাহ্ন
ট্রাম্পের বিজয়ে ক্ষেপছে মার্কিন নারীরা, বলছেন পুরুষদের সঙ্গে যৌনতায় ‘না’
এবার চলতি মাসের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ভূমি ধস জয়ের পর যুক্তরাষ্ট্র পড়তে যাচ্ছে নতুন এক আন্দোলনের কবলে। এই আন্দোলনের নাম ‘ফোর বি’। এতে নারীরা তাদের পুরুষ সঙ্গীর সাথে ডেট, বিয়ে, সেক্স কিংবা সন্তান জন্মদান থেকে বিরত থাকবেন বলে জানাচ্ছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এই ‘ফোর বি’ আন্দোলনের সূত্রপাত দক্ষিণ কোরিয়াতে হলেও প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর তা ছড়িয়ে পরছে মার্কিন নারীদের ভেতরেও। কারণ হিসেবে তারা ডোনাল্ড ট্রাম্পের অতি রক্ষণশীলতাকে দুষছেন।

গত ২০২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের দেয়া এক আদেশে নারীরা তাদের গর্ভপাতের স্বাধীনতা হারান। এই রায়ের পর শুরু হয় ব্যাপক হট্টগোল। সে সময় ডোনাল্ড ট্রাম্প এই রায়ের কৃতিত্ব দাবি করেছিলেন। সর্বোচ্চ আদালতে পছন্দের তিন রক্ষণশীল বিচারপতি নিয়োগ দেয়ায় এমন রায় পাওয়া সম্ভব হয়েছিল তার।

তবে হোয়াইট হাউজে ট্রাম্প পুনরায় ফিরে আসায় মার্কিন নারীরা তাদের স্বাধীনতা হারানোর শঙ্কা থেকেই এমন আন্দোলনের ঘোষণা দিচ্ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে বহু নেটিজেন দিচ্ছেন তাদের মতামত।

এ ব্যাপারে এক্সে (সাবেক টুইটার) এক নারী লেখেন, গত রাতে আমি আমার রিপাবলিকান বয়ফেন্ডের সাথে সম্পর্ক ছিন্ন করেছি এবং অফিশিয়ালি ‘ফোর বি’ আন্দোলনে যোগ দিচ্ছি। আরেক নারী লেখেন, মেয়েরা আমরা দক্ষিণ কোরিয়ার মতো যুক্তরাষ্ট্রেও জন্মহার কমিয়ে দিতে পারি। আমরা এই পুরুষদের শেষ হাসি হাসতে দিতে পারি না। আমাদের পাল্টা আক্রমণ করতে হবে।
দেশে ফিরল বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরল বিশ্বজয়ী হাফেজ আনাস