, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


রাতে মাঠে নামছে ব্রাজিল, ভোরে আর্জেন্টিনা 

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ০১:২১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ০১:২১:৫৩ অপরাহ্ন
রাতে মাঠে নামছে ব্রাজিল, ভোরে আর্জেন্টিনা 
এবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে একই রাতে মাঠে নামছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ৩টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর আড়াই ঘণ্টা পর (শুক্রবার ভোর সাড়ে ৫টায়) প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।

এদিকে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের শুরুটা মোটেও ভালো হয়নি ব্রাজিলের। সবশেষ দুই ম্যাচের আগে মনে হয়েছিল ২০২৬ বিশ্বকাপই খেলতে পারবে না সেলেসাওরা। কিন্তু চিলি ও পেরুর বিপক্ষে টানা দুই জয়ে পয়েন্ট টেবিলের চিত্র বদলে যায়। ১০ ম্যাচে উরুগুয়ের সমান ১৬ পয়েন্ট নিয়ে সেরা চারে উঠে আসে ব্রাজিল।

ভোরে ব্রাজিলকে আতিথেয়তা দেবে ভেনেজুয়েলা। এই ম্যাচে সফরকারী ব্রাজিলকেই এগিয়ে রাখতে হবে। কেননা এখন পর্যন্ত ভেনেজুয়েলার মাঠে খেলা ৩৯ ম্যাচের সবগুলোতেই জিতেছে ব্রাজিল। কিন্তু ইনজুরির কারণে রদ্রিগো এবং মিলিতাও দলের বাইরে থাকায় কিছু চাপে রয়েছে সেলেসাওরা।

অন্যদিকে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। শুক্রবার ভোরে আর্জেন্টিনাকে আতিথেয়তা দেবে টেবিলের ছয়ে থাকা প্যারাগুয়ে। এই ম্যাচে স্থানীয় কোনো দর্শক আর্জেন্টিনা ও লিওনেল মেসির জার্সি পরিধান করে স্টেডিয়ামে আসায় নিষেধাজ্ঞা রয়েছে। অদ্ভুত এই ঘোষণা আগেই দিয়ে রেখেছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন।

এদিকে এই খেলা সরাসরি সম্প্রচার করবে না বাংলাদেশের কোনো টিভি চ্যানেল। তবে বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের জন্য আছে সুখবর। Sportzfy অ্যাপ নামিয়ে মোবাইলে লাইভ খেলা দেখতে পারবেন। এ ছাড়াও ইয়াসিন টিভি অ্যাপ থেকে দেখা যাবে আর্জেন্টিনা-ব্রাজিলর ম্যাচ।
আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ

আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ