, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ , ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


লেবাননে ৬ ইসরায়েলি সেনা নিহত

  • আপলোড সময় : ১৪-১১-২০২৪ ১১:১৯:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১১-২০২৪ ১১:১৯:১৭ পূর্বাহ্ন
লেবাননে ৬ ইসরায়েলি সেনা নিহত
এবার লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ অন্তত ছয় ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) দক্ষিণ লেবাননে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর আল আরাবিয়া।
 
জানা গেছে, ইসরায়েল সেনারা একটি ভবনে আঘাত হানে। ওই ভবনটিতে সেনারা আগেই বোমা হামলা করেছিল। অভিযানের সময় ইসরায়েলি বাহিনী ভেবেছিল ভবনটি খালি রয়েছে। তবে সেখানে প্রবেশের পর হিজবুল্লাহ যোদ্ধাদের মুখোমুখি পড়েন ইসরায়েলি সেনারা।

এ সময় প্রতিরোধ যোদ্ধাদের হাতে অন্তত ছয়জন ইসরায়েলি সেনা নিহত হন। এদিকে মঙ্গলবার (১২ নভেম্বর) হিজবুল্লাহ বলেছে, গত সেপ্টেম্বর থেকে লেবাননে হিজবুল্লাহর ওপর আক্রমণ বৃদ্ধির পর থেকে তাদের যোদ্ধারা অন্তত ১০০ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে।

পাশাপাশি আরও এক হাজার ইসরায়েলি সৈন্যকে আহত করারও দাবি করেছে লেবাননের এ প্রতিরোধ গোষ্ঠীটি। তবে এই আক্রমণ শুরু হওয়ার পর থেকে নিহত যোদ্ধাদের কোনো সংখ্যা বা বিবরণ প্রকাশ করেনি হিজবুল্লাহ। ধারণা করা হয়, কয়েকশ থেকে এক হাজারেরও বেশি যোদ্ধা প্রাণ হারিয়েছেন।
 
এদিকে ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক ব্রেট হোলমগ্রেন মঙ্গলবার বলেছেন, যে মার্কিন মূল্যায়ন বলছে হিজবুল্লাহর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তবে ইসরায়েলের সীমান্তে তাদের স্থল বাহিনী অনেকাংশে অক্ষত রয়েছে। হোলমগ্রেন আরও বলেন, হিজবুল্লাহর এখনো বিদেশে হামলা চালানোর ক্ষমতা রয়েছে।
এদেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই: উপদেষ্টা আসিফ নজরুল

এদেশের চারদিকে কোনো বন্ধু রাষ্ট্র নেই: উপদেষ্টা আসিফ নজরুল