, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ , ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নতুন বাংলাদেশ নিয়ে সিনেমা তৈরির কথা ভাবা হচ্ছে: উপদেষ্টা ফারুকী

  • আপলোড সময় : ১৩-১১-২০২৪ ০৬:৪৯:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৪ ০৬:৪৯:৩৩ অপরাহ্ন
নতুন বাংলাদেশ নিয়ে সিনেমা তৈরির কথা ভাবা হচ্ছে: উপদেষ্টা ফারুকী
এবার নতুন বাংলাদেশ নিয়ে একটি সিনেমা নির্মাণের কথা জানালেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বুধবার (১৩ নভেম্বর) সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এ সময় উপদেষ্টা ফারুকী বলেন, গত ১৬ বছর দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ডে স্থবিরতা ছিল। ১৫ বছর ধরে মুক্তিযুদ্ধকে আড়াল করে রাখা হয়েছিল। অনেক দুঃশাসন হয়েছে। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে।
 
সংস্কৃতি মন্ত্রণালয়ের কাজ প্রসঙ্গে আশা প্রকাশ করে তিনি বলেন, জুলাই স্পিড নিয়ে আগামী দুই তিনদিনের মধ্যে নিজ মন্ত্রণালয়ের কাজ পুরোদমে শুরু করতে পারব, আশা করছি। ফারুকী আরও বলেন, শিল্পকলা একাডেমি এলাকায় নিরাপত্তা জোরদার করা হবে। কারও কর্মপরিচয় নয়, সংস্কৃতিকে তুলে ধরাই হবে সরকারের মূল কাজ।

গত ১০ নভেম্বর সন্ধ্যায় সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবে শপথ নেন ফারুকী। বঙ্গভবনের দরবার হলে এই নির্মাতাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ নেয়ার পরই ১১ নভেম্বর উপদেষ্টা হিসেবে সচিবালয়ে কাজে যোগ দেন তিনি।
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া

বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া