, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ , ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সন্ধ্যার মধ্যে উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগ না করলে সড়ক অবরোধের ঘোষণা

  • আপলোড সময় : ১৩-১১-২০২৪ ০৩:২৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৪ ০৩:২৫:৩৭ অপরাহ্ন
সন্ধ্যার মধ্যে উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগ না করলে সড়ক অবরোধের ঘোষণা
আজ সন্ধ্যার মধ্যে উত্তরবঙ্গ থেকে উপদেষ্টা নিয়োগের ঘোষণা না এলে আগামীকাল রংপুরের ১৬ জেলার মহাসড়কের প্রবেশমুখে সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বুধবার (১৩ নভেম্বর) রংপুর শহরের মডার্ন মোড়ের মহাসড়ক অবরোধ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তারা।

এর আগে, নগরীর লালবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে দুপুর ১২টার দিক থেকে ছয় লেনের মহাসড়ক অবরোধ করে ছাত্র-জনতা। ফলে রংপুর লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, নীলফামারী, পঞ্চগড়ের সাথে ঢাকার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অবরোধ চলাকালে মিছিল এবং স্লোগান দিতে থাকে তারা। পরে পৌনে দুইটাই অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক করে আইন-শৃঙ্খলা বাহিনী।

আন্দোলনকারীদের দাবি, আবু সাঈদ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলেন। অথচ তার শহরসহ উত্তরাঞ্চলে ২৪ শে জুলাই পরবর্তী বিপ্লবোত্তর অন্তর্বর্তীকালীন সরকারের কোনো উপদেষ্টা নেই। এটি তার রক্তের সাথে চরমভাবে বেইমানি। একইসাথে উপদেষ্টা পরিষদ থেকে মোস্তফা সারোয়ার ফারুকী এবং শেখ বশির উদ্দিনকে অপসারণের দাবিও জানানো হয়।

বৈষম্য নিরসনে উত্তরবঙ্গ থেকে অবিলম্বে ন্যূনতম পাঁচজন উপদেষ্টা সংযুক্ত করার দাবি করেন তারা। অবরোধ সমাবেশে জাতীয় নাগরিক কমিটির জেলা সমন্বয়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আলমগীর নয়ন জানান, বুধবার সন্ধ্যার মধ্যে দাবি আদায়ের ঘোষণা দেয়া না হলে বৃহস্পতিবার উত্তরবঙ্গের ১৬ জেলার মহাসড়কগুলোর প্রবেশমুখে অবরোধ করা হবে।
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া

বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া