, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ , ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে, সবার সতর্ক থাকা উচিত: মির্জা ফখরুল

  • আপলোড সময় : ১৩-১১-২০২৪ ০২:৩০:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১১-২০২৪ ০২:৩০:৫০ অপরাহ্ন
ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে, সবার সতর্ক থাকা উচিত: মির্জা ফখরুল
এবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, উপদেষ্টা নিয়োগে সরকারের সতর্ক ভূমিকা পালন করা উচিত। যারা বিতর্কিত তাদের যেনো উপদেষ্টা বানানো না হয়। বুধবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়ীর নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
 
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এত বড় একটা দেশ। এটি পরিচালনার জন্য ২৫, ৩০ অথবা ৪০ জন উপদেষ্টা থাকতে পারে। উপদেষ্টা হিসেবে অন্তর্বর্তী সরকারে কাকে নিয়োগ দেয়া হবে সেটা সম্পূর্ণ প্রধান উপদেষ্টার এখতিয়ার। এ ব্যাপারে বিএনপির কোনো বক্তব্য নেই।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল আরেকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে না। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে জনগণ তা ভোটের মাধ্যমে করবে। অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নিবে।

বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিবাদের প্রধান হোতা ভারতে অবস্থান করছে তাই আমাদের মাথার ওপর এখনো বিপদ আছে। ভারত আমাদের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমরা আরও একটা বিপর্যয় গ্রহণ করতে পারি না। এ বিষয়ে আমাদের সবার সতর্ক থাকা উচিত। তা না হলে জাতি হিসেবে আমরা অনেক বড় বিপদের সম্মুখীন হব।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের সঙ্গে যেমন ভালো কাজের সম্পর্ক আছে, তেমনই ভয়ংকর কাজেরও সম্পর্ক আছে। এখন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রবণতা শুরু হয়েছে। বাংলাদেশের যে অর্জন, সেটা ধ্বংস করার জন্য কিছু ব্যক্তি সুনির্দিষ্টভাবে চেষ্টা করে যাচ্ছে। এ বিষয়ে আমাদের সতর্ক হতে হবে।

বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগ নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। আমাদের চিন্তা আগামী নির্বাচন নিয়ে। সেটা এখন পর্যন্ত আমরা নিশ্চিত নই। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কোনো রোড ম্যাপ দেয়নি। আমরা চাই একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হোক। নির্বাচনের আগে নির্বাচন ব্যবস্থাকে উপযোগী করতে লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্য সংস্কার প্রয়োজন।
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া

বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া