, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ , ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


পবিত্র ওমরাহ পালন করলেন সাকিব

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ০৬:৩০:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ০৬:৩০:২৩ অপরাহ্ন
পবিত্র ওমরাহ পালন করলেন সাকিব
সাকিব আল হাসান অধ্যায় এক প্রকার শেষই। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ওয়ানডে ফরম্যাট থেকেও বিদায় নেয়ার ইচ্ছার কথা জানালেও তা পূরণ হওয়ার সম্ভাবনা কমই। ভারত সফরের পর আর জাতীয় দলের জার্সি গায়ে চড়াতে পারেননি সাকিব। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজের সময়টা যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গেই কাটিয়েছেন তিনি। তবে এই মুহূর্তে পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে আছেন এই অলরাউন্ডার।
 
জাতীয় দলের বাইরে থাকা সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ওমরাহ হজ পালন করতে এই মুহূর্তে সৌদি আরবে অবস্থান করছেন। মঙ্গলবার (১২ নভেম্বর) মোহাম্মদ শামিম খান নামের জনৈক বাংলাদেশির সোশ্যাল মিডিয়ায় করা লাইভে সাকিবকে মক্কায় ওমরাহ হজ পালনরত অবস্থায় দেখা যায়। সেই লাইভে সাকিবকে জুব্বা পরিহিত অবস্থায় দেখা মেলে। এ সময় এই অলরাউন্ডারকে ঘিরে কয়েকজন উচ্ছ্বসিত সমর্থককে জটলা করতেও দেখা গেছে। সাকিব তাদের সেলফি তোলার আবদারও পূরণ করেন।

ভারতের বিপক্ষে প্রথম টেস্ট চলাকালীন টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টই তার ক্যারিয়ারের শেষ টেস্ট। আর টি-টোয়েন্টি বিশ্বকাপেই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। এ সময়ই ওয়ানডে ক্রিকেট থেকেও অবসর ঘোষণার সম্ভাব্য সময় জানিয়ে দেন সাকিব। আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ৫০ ওভারের ক্রিকেটেও জাতীয় দলকে বিদায় জানাতে চান।

কিন্তু দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলতে পারেননি সাকিব।  প্রথমে স্কোয়াডে জায়গা পেলেও সাকিব বিরোধীদের প্রতিরোধের মুখে পরিকল্পনা বদলাতে হয়। ফলে কানপুর টেস্টই সাকিবের শেষ টেস্ট হয়ে আছে। শারজায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডেও সাকিবের থাকার কথা ছিল। কিন্তু এই সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন সাকিব। চলতি মাসে হতে চলা ওয়েস্ট ইন্ডিজ সফরেও দলে নেই এই অলরাউন্ডার।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হয়েছিলেন সাকিব। কিন্তু ৫ আগস্টের পট পরিবর্তনের পর আর দেশে ফিরতে পারেননি তিনি। তার নামে হত্যা মামলাসহ একাধিক তদন্ত চলমান।  
সর্বশেষ সংবাদ
নাহিদ-আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল: সারজিস

নাহিদ-আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল: সারজিস