, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ , ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


জাতীয় দলের ক্যাম্পে যোগ দিচ্ছেন তিন অভিজ্ঞ ক্রিকেটার

  • আপলোড সময় : ১২-০৬-২০২৩ ১১:২৯:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৬-২০২৩ ১১:২৯:০১ পূর্বাহ্ন
জাতীয় দলের ক্যাম্পে যোগ দিচ্ছেন তিন অভিজ্ঞ ক্রিকেটার
আফগানিস্তান সিরিজ সামনে রেখে ক্যাম্প করছে বাংলাদেশ দল। সেখানে এবার যুক্ত হচ্ছে আরও ৩ নাম। শুরুতে সুযোগ না পেলেও আজ থেকে এই ক্যাম্পে যোগ দেবেন নুরুল হাসান সোহান, এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে বিষটি নিশ্চিত করেছেন।  

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট আগামী ১৪ জুন থেকে মাঠে গড়াবে। সাদা পোশাকের এই ম্যাচটি সামনে রেখে গত ২৯ মে থেকে শুরু হয়েছিল বাংলাদেশ দলের প্রি-সিরিজ অনুশীলন ক্যাম্প। যেখানে ২৬ জন ক্রিকেটারকে ডাকা হয়েছিল। তবে এই ২৬ জনের তালিকায় ছিলেন না বিজয়, সোহান কিংবা মোসাদ্দেক। তবে নতুন করে লাল বলের অনুশীলনের জন্য ডাকা হয়েছে এই তিন ক্রিকেটারকে। সোমবার থেকেই তারা অনুশীলনে যোগ দেবেন তারা। কাল থেকে জেমি সিডন্সের অধীনে একটি ট্রেনিং সেশন চলবে সেখানে তারা থাকবেন।  

এদিকে ডিপিএলের সবশেষ মৌসুমে ১৬ ম্যাচে ৮৩৪ রান করেছেন বিজয়। তিন সেঞ্চুরি ও তিন হাফ সেঞ্চুরিতে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। শিরোপাজয়ী আবাহনী লিমিটেডের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন মোসাদ্দেক। ব্যাট হাতে ৩৯৫ রান করার পাশাপাশি ৭টি উইকেটও নিয়েছেন তিনি। অন্যদিকে সোহানও ব্যাট হাতে পারফর্ম করেছেন সবশেষ ডিপিএলে। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ১৫ ম্যাচে ৫১১ রান করেছেন এই ডানহাতি ব্যাটার। তার ব্যাটিং গড় ৪৬.৪৫। স্ট্রাইক রেট প্রায় ৯৫। এক দিন আগেই ক্যাম্পে থাকতে না পেরে আক্ষেপ করেছিলেন তিনি। এবার সেই আক্ষেপ ঘুচতে চলেছে তার।
সর্বশেষ সংবাদ
বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

বিদ্যুতায়িত পিকনিকের বাস, প্রাণ গেল ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর