, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ , ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


সাভারে নারীর মাথা ও হাতবিহীন মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ১২-১১-২০২৪ ১১:২১:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১১-২০২৪ ১১:২১:৪৮ পূর্বাহ্ন
সাভারে নারীর মাথা ও হাতবিহীন মরদেহ উদ্ধার
এবার সাভার দত্তপুকুর এলাকা থেকে এক নারীর মাথা ও হাতবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার সেতু নার্সারির ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
 
এদিকে স্থানীয়রা জানান, মাথা ও দুই হাত বিচ্ছিন্ন একজনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। সাভারে বিরুলিয়ায় গত কয়েক বছরে এমন নৃশংস হত্যাকাণ্ড দেখেননি তারা।
 
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রথমে আমরা মাথা ও হাতবিহীন একজন নারীর লাশ শনাক্ত করি। পরবর্তীতে পাশে থাকা একটি বস্তায় খন্ডিত মাথা ও হাত পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

এদিকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই বা তিন দিন আগে ওই নারীকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা ওই নারীকে হত্যা করেছে তা তদন্ত করা হচ্ছে।
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া

বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া