এবার সৌদি আরবের রাজধানী রিয়াদে আরব ও মুসলিম বিশ্বের নেতাদের এক যৌথ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ইসরায়েলি ‘হত্যাযজ্ঞ’ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বলেন, গাজা ও লেবাননবাসীর ওপর চালানো ইসরায়েলি ‘হত্যাযজ্ঞ’ অবিলম্বে বন্ধ করতে হবে। মঙ্গলবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম নিউ আরব এ তথ্য জানায়।
শীর্ষ সম্মেলনের উদ্বোধনে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে “অবিলম্বে ফিলিস্তিন ও লেবাননে আমাদের ভাইদের বিরুদ্ধে ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে”।
প্রতিবেদনে বলা হয়, সালমান তার বক্তব্যে বলেন, ‘লেবাননের ও ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর হত্যাযজ্ঞ চালানো হচ্ছে। ফিলিস্তিনি ভাইদের ওপর ইসরায়েলের আগ্রাসনে দেড় লাখ মানুষ হতাহত ও নিখোঁজ হয়েছে, যাদের বেশিরভাগ নারী ও শিশু। আবারও এই গণহত্যা বন্ধের দাবি জানাই। ফিলিস্তিনি জনগণের অধিকার লঙ্ঘন করে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠাকে বাধাগ্রস্ত করছে তারা’।
আরব ইসলামিক সম্মেলনে সালমান আরও বলেন, গাজায় যুদ্ধ বন্ধ করতে না পারা আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা। উপত্যকাটিতে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরির জন্যও দায়ী করেন তেল আবিবকে। নেতানিয়াহু প্রশাসনের কারণে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন সালমান।
এছাড়াও, ইরানে ইসরায়েলি হামলারও নিন্দা জানান তিনি। ইরানি ভূখণ্ডে হামলা না চালানোর বিষয়ে সতর্ক করেন তেল আবিবকে। এদিকে, সম্মেলনে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল। তবে এই যুদ্ধের ফলে তার দেশকে ভয়াবহ সংকটের মুখোমুখি করেছে।