, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ , ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


সাবেক এমপি বাহার ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • আপলোড সময় : ১১-১১-২০২৪ ০২:৪৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-১১-২০২৪ ০২:৪৩:২৭ অপরাহ্ন
সাবেক এমপি বাহার ও পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
এবার কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, তার স্ত্রী মেহেরুন্নেছা, মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র তাহসীন বাহার সূচনা ও ছেলে আয়মান বাহারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এ তথ্য জানিয়েছেন।
 
এদিন দুদকের উপপরিচালক রেজাউল করিম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদন বলা হয়েছে, তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজী, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। 

জানা যায়, আ.ক.ম. বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানের মধ্যে ঢাকার উত্তরায় ফ্ল্যাট, কুমিল্লার হাউজিং এস্টেট এ একাধিক প্লট, মার্কেটসহ আরয়াও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট আ.ক.ম. বাহাউদ্দিন ও তার পরিবারের সদস্যগণ দেশ ছেড়ে পলায়ন করত তাদের স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।

এদিকে বাহাউদ্দিন ২০০৮ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লা-৬ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সংসদ নির্বাচনে তিনি একই আসন থেকে নির্বাচিত হন। এছাড়া ২০২৪ সালের তার মেয়ে সূচনা প্রথম নারী মেয়র হিসেবে নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকার পতনের পর ১৯ আগস্ট দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করায় তিনি পদচ্যুত হন।
সর্বশেষ সংবাদ
নির্বাচন কোন সময় হবে জানালেন প্রধান উপদেষ্টা

নির্বাচন কোন সময় হবে জানালেন প্রধান উপদেষ্টা