দীর্ঘ চার বছর পর আবার টেস্ট খেলতে নামছে বাংলাদেশ-আফগানিস্তান। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট আর তিনদিন পরই। শনিবার চলে এসেছে আফগানিস্তান দল। আগামী ১৪ জুন বুধবার শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি।
এই ম্যাচটি মাত্র ১০০ টাকার টিকিট কিনেই দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা। আজ টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোট পাঁচটি ক্যাটাগরির টিকিট নির্ধারণ করেছে বিসিবি। যার সর্বোচ্চ মূল্য ১০০০, সর্বনিম্ন ১০০।
গ্র্যান্ড স্ট্যান্ডের প্রতিটা টিকিট ১০০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য ৫০০ টাকা। ক্লাব হাউজ ৩০০ এবং উত্তর/দক্ষিণের টিকিট ২০০ টাকা। আর ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট।
ইনজুরির কারণে সাকিব নেই সিরিজে। তামিম ইকবালও হঠাৎ করেই ভুগছেন কোমরের পুরোনো ব্যথায়। যদিও অস্বস্তি নিয়েই ব্যাটিং অনুশীলন করেছেন দেশের সেরা এই ওপেনার। রবিবার নেটে অল্প কিছু সময় ব্যাটিং অনুশীলন করেছেন তিনি।
রবিবার প্রথম অনুশীলন সেরেছে আফগানিস্তান দলও। স্পিন ডিপার্টমেন্টটাই সবচেয়ে শক্তিশালী আফগানদের। যদিও রশিদ খান ও মুজিবর রহমান নেই আফগান টেস্ট স্কোয়াডে। তাদের অবর্তমানে শক্তি কমেছে দলটির।
আগামী ১৪ জুন বুধবার সকালে সাড়ে ৯টা থেকে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান এক মাত্র টেস্ট। এর আগে টেস্টে একবারই মুখোমুখি হয়েছে বাংলাদেশ-আফগানিস্তান। ২০১৯ সালে চট্টগ্রাম টেস্টে ২২৪ রানে হেরেছিল সাকিব আল হাসানের দল।