, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ , ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


দেশের মানুষ এখন স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছে: ৮ বছর পর দেশে ফিরে বেবী নাজনীন

  • আপলোড সময় : ১০-১১-২০২৪ ০৬:২১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৪ ০৬:২১:১৪ অপরাহ্ন
দেশের মানুষ এখন স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছে: ৮ বছর পর দেশে ফিরে বেবী নাজনীন
বিএনপি সমর্থক হওয়ায় বিগত আওয়ামী লীগ সরকারের তোপের মুখে পড়েছিলেন সংগীত শিল্পী বেবী নাজনীন। এ কারণে তিনি গত ৮ বছর পর যুক্তরাষ্ট্র ছিলেন। সেখান থেকে আজ রবিবার সকালে ঢাকায় পা ফিরেছেন। বেলা সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বেবী নাজনীন।

নেমেই কথা বলেন, উৎসুক জনতা এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গে। শুরুতেই জুলাই আগস্টের আন্দোলনে নিহত সকল শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান বেবি নাজনীন। অন্তর্বর্তী সরকারপ্রধান প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আশাবাদী বলেও জানান। যাবতীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানান এই তারকা শিল্পী। এ সময় সংবাদকর্মীদের অনুরোধে তার জনপ্রিয় গান, ‘কাল সারা রাত’ গানের দুইটি লাইন গেয়ে শোনান ।

বেবী নাজনীন বলেন, দীর্ঘদিন পরে দেশে আসার অভিজ্ঞতা আসলেই অন্যরকম। জুলাই আন্দোলনের শিক্ষার্থী-জনতার ত্যাগের কারণে দেশে ফিরেছি। শিল্পী হিসেবে আমি আবারও দর্শকের সামনে ফিরব। দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম। শুধু আমি নই, দেশের মানুষও এখন স্বাধীনভাবে কথা বলতে ও নিঃশ্বাস নিতে পারছে।

”তাদের কাছে আমি কৃতজ্ঞ। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও ড. মুহাম্মদ ইউনূসের হাত ধরে আমরা নতুন পথে এগিয়ে যাবো।” তিনি আরও বলেন, আমাদের শিল্পীদের দীর্ঘদিন ধরে দলীয় মোড়কে আটকে রাখা হয়েছে। আমি এটা চাই না। শিল্পীরা দলমতের ঊর্ধ্বে থাকবেন, তারা সবার। বিশেষ কোনো দলের সমর্থক বলেই তাকে এড়িয়ে চলতে হবে, এমন সংস্কৃতি আমি চাই না।

”সঙ্গীতাঙ্গন ঢেলে সাজানোর কাজ করতে চাই। সবার অংশগ্রহণের মাধ্যমে আমাদের সামনে নতুন বাংলাদেশ তৈরি হবে।” দেশের বাইরে থাকলেও রাজনীতিতে এখনো সক্রিয় এই সংগীতশিল্পী। গত জুন মাসে বেবী নাজনীনকে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।

প্রায় সাড়ে চার দশকের ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সংগীত তারকা। আধুনিক সংগীতের সর্বাধিক সংখ্যক একক, দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের শিল্পী বেবী নাজনীন তার সংগীতজীবনের শুরু থেকেই অডিও মাধ্যম, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং দেশ-বিদেশের মঞ্চ মাতিয়েছেন সমান তালে। 
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া

বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া