, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ , ৩০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


গণহত্যা করে পালিয়ে গিয়ে নিরীহ নেতাকর্মীদের উসকে দিচ্ছে: সোহেল তাজ

  • আপলোড সময় : ১০-১১-২০২৪ ০৩:২২:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৪ ০৩:২২:১৫ অপরাহ্ন
গণহত্যা করে পালিয়ে গিয়ে নিরীহ নেতাকর্মীদের উসকে দিচ্ছে: সোহেল তাজ
এবার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন, একটি পরিবার দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতাকর্মীদের উসকে দিচ্ছে। রোববার (১০ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। রাজধানীর জিরো পয়েন্টে আওয়ামী লীগের দুই কর্মীকে মারধরের একটি প্রতিবেদনের ছবির স্ক্রিনশট দিয়ে এ পোস্ট করেন সোহেল তাজ।

পোস্টে সোহেল তাজ লিখেছেন, ‘একটি পরিবার ও তাদের সাঙ্গপাঙ্গরা বাংলাদেশকে ধ্বংস করে হত্যা, গুম, খুন, নির্যাতন, নিপীড়ন করে গণতন্ত্রকে হত্যা করে জুলাই-অগাস্ট গণঅভুত্থানে গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করে, শত শত মানুষেকে অন্ধ করে, হাজার হাজার মানুষকে পঙ্গু করে, দুর্নীতি করে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে আওয়ামীলীগ সংগঠনকে ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন নিরীহ নেতা কর্মীদেরকের উস্কিয়ে দিচ্ছে যাতে তারা আবার বাংলাদেশকে শোষণ করতে পারে- তারা বিদেশে বসে পাচার করা টাকার পাহাড়ে বসে খেলা দেখছেন।'

প্রসঙ্গত, শহীদ নুর হোসেন দিবস উপলক্ষে রোববার (১০ নভেম্বর) বিকেলে গুলিস্তান জিরো পয়েন্টে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। এরপর আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও এক জায়গায় গণজমায়েত কর্মসূচির ডাক দেয়। এ নিয়ে শুরু হয় উত্তেজনা। আওয়ামী লীগের এ কর্মসূচি ঘোষণার পর শনিবার রাতেই সেখানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থান নেয় পুলিশ। রাজধানী ঢাকাসহ সারাদেশে মোতায়েন করা হয় ১৯১ প্লাটুর বিজিবি।

এদিকে, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত শরু করে। শহীদ নূর হোসেন চত্বর থেকে কিছুটা দুরে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের মূল সড়কে এই কর্মসূচি শুরু হয়। মঞ্চে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমসহ অন্য সমন্বয়করা উপস্থিত রয়েছেন।
বঙ্গভবনের পর ৪ মন্ত্রণালয় থেকেও সরানো হলো শেখ মুজিবের ছবি

বঙ্গভবনের পর ৪ মন্ত্রণালয় থেকেও সরানো হলো শেখ মুজিবের ছবি