, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আইনজীবী ও ইসকন নেতার হয়রানিতে অস্ট্রেলিয়ান ২৫ সংস্থার নিন্দা

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০৫:৩৪:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০৫:৩৪:৫৬ অপরাহ্ন
আইনজীবী ও ইসকন নেতার হয়রানিতে অস্ট্রেলিয়ান ২৫ সংস্থার নিন্দা
এবার বাংলাদেশের মানবাধিকার কর্মী অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এবং শ্রী চিন্ময় দাস ব্রহ্মচারীকে বিচারিক হয়রানির নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়ার ২৫ সংগঠন। অস্ট্রেলিয়ান বসবাসরত বাংলাদেশি এথনিক ও ধর্মীয় সংখ্যালঘুদের সংগঠনগুলোর ফেডারেশন (এএফইআরএমবি) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এবং ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়নেস (ইসকন) এর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ বাংলাদেশের বিশিষ্ট এবং উচ্চ সম্মানিত মানবাধিকার আইনজীবী এবং সংখ্যালঘু অধিকারকর্মীদের বিরুদ্ধে সাম্প্রতিক অভিযোগের নিন্দা জানিয়েছেন।

জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষার জন্য অক্লান্তভাবে সমর্থনকারী কণ্ঠস্বরকে নীরব করার লক্ষ্যে এই মামলাগুলো বাংলাদেশে বিচারিক হয়রানির একটি সম্পর্কিত প্রবণতার অংশ। সংগঠনের বক্তারা বলেন, আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং বাংলাদেশের এইসব সম্মানিত নেতা, কর্মী এবং হিন্দু সম্প্রদায়ের সদস্যদের স্বাধীনতা ও সুস্থতা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। আমরা এই বিচারিক হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

আমরা মানবাধিকার কর্মী ও ধর্মীয় নেতাদের ভয় দেখানো এবং হুমকি দেয়ার জন্য আইনি প্রক্রিয়ার অপব্যবহার অবিলম্বে বন্ধ করার দাবি জানাই এবং বাংলাদেশী কর্তৃপক্ষকে আইনের শাসন সমুন্নত রাখতে এবং এদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানাই।
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা