, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কয়েক লাখ টাকা খরচে প্রিয় গাড়িকে শ্রদ্ধাঞ্জলি

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০৫:১৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০৫:১৫:৫৬ অপরাহ্ন
কয়েক লাখ টাকা খরচে প্রিয় গাড়িকে শ্রদ্ধাঞ্জলি
এবার ভারতের গুজরাতের আমরেলি জেলায় সঞ্জয় পোলারা এক ব্যক্তি নিজের ১২ বছর পুরোনো গাড়িকে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। ব্যবসায়ী সঞ্জয় বিশ্বাস করেন যে, তার সৌভাগ্যের চাবিকাঠি ১২ বছরের পুরোনো গাড়িটি।
 
এদিকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে খরচ করা হয় লাখ লাখ টাকা। হাজার দেড়েক অতিথি ছিল েএই আয়োজনে। সঞ্জয় মনে করেন, তার ব্যবসায়িক সাফল্য, সুনাম সবই ওই গাড়ির জন্য। সেজন্য সম্প্রতি সেই গাড়ি বিক্রি করে দেয়ার বদলে গাড়ির ‘শ্রাদ্ধ’ করার সিদ্ধান্ত নেন তিনি।

গাড়িটিকে ফুলের মালা দিয়ে সাজিয়ে মাটি থেকে ১৫ ফুট নীচে চাপা দিয়ে দেয়া হয়। এর পর আগত অতিথিদের জন্য খাওয়াদাওয়ার ব্যবস্থাও করা হয়। অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি পুরোহিতেরাও ছিলেন। সেই ভিডিও প্রকাশ্যে এসেছে।

গাড়ির শ্রাদ্ধের পর সঞ্জয় জানান, ভবিষ্যত প্রজন্মের কাছে গাড়ির প্রতি ভালবাসা এবং তার স্মৃতির জন্য অনুষ্ঠানটির আয়োজন করেছেন তিনি।
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা