, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ভারতকে এড়িয়ে বাংলাদেশের অস্তিত্ব টিকে থাকতে পারবে না: কলকাতার মেয়র  

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ০৭:২৪:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ০৭:২৪:০৬ অপরাহ্ন
ভারতকে এড়িয়ে বাংলাদেশের অস্তিত্ব টিকে থাকতে পারবে না: কলকাতার মেয়র  
এবার বাংলাদেশের চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনায় মুখ খুলেছেন কলকাতার মেয়র ও পশ্চিমবঙ্গের প্রভাবশালী মন্ত্রী ফিরহাদ হাকিম। 

আজ শুক্রবার (৮ নভেম্বর) কলকাতায় এই সম্পর্কিত একটি প্রশ্নের উত্তরে মেয়র বলেন, ‘দুই দেশের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। কিন্তু বর্তমানে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। যদিও এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। কিন্তু এটা ভুললে চলবে না, ভারতের সহায়তা ছাড়া বাংলাদেশের স্বাধীনতা কোনোদিন আসতো না।

সে সময় বাংলাদেশকে সমর্থন, শেখ মুজিবুর রহমানকে রেখে দেয়া বা বাংলাদেশকে প্রথম সরকারি স্বীকৃতি দেওয়া- সবটাই ভারত করেছিল। ভারতের মাটিতে তাদের কয়েক কোটি শরণার্থীদের আশ্রয় দিয়েছিল। তাই ভারতকে এড়িয়ে বাংলাদেশ থাকতে পারবে না, বাংলাদেশের অস্তিত্ব টিকে থাকতে পারবে না।’ 

হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বৃহস্পতিবারই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে আর্জি জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি হিন্দুদের উপর হামলার ঘটনায় চরমপন্থীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা