, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪ , ২৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ বাতিল করছে যুক্তরাষ্ট্র, শঙ্কায় ১০ লাখ ভারতীয়

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ০৬:০৫:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ০৬:০৫:৫৮ অপরাহ্ন
জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ বাতিল করছে যুক্তরাষ্ট্র, শঙ্কায় ১০ লাখ ভারতীয়
এবার জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার যে স্বয়ংক্রিয় প্রক্রিয়া তা বাতিলের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের প্রচারাভিযান সংক্রান্ত দাপ্তরিক সাইটে জানানো হয়েছে এ তথ্য। খবর টাইমস অব ইন্ডিয়া 
 
এদিকে ট্রাম্প-ভ্যান্সের এই পরিকল্পনায় বলা হয়েছে, যদি নতুন আদেশ বাস্তবায়িত হয় তাহলে যারা অবৈধ অভিবাসী তাদের সন্তানই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব লাভের সুযোগ হারাবে না। পাশাপাশি, যারা নাগরিক হওয়ার প্রাথমিক ধাপ ‘গ্রিন কার্ড’ পাওয়ার অপেক্ষায় আছেন তারাও প্রভাবিত হবেন।

ট্রাম্পের পরিকল্পনায় বলা হয়েছে, নির্বাহী আদেশের মাধ্যমে ফেডারেল এজেন্সিগুলোকে নির্দেশ দেয়া হবে যে, অনাগত সন্তানদের স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিক হওয়ার জন্য পিতা-মাতার অন্তত একজনকে মার্কিন নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা হতে হবে।

এদিকে নির্বাহী আদেশের পর এটি আইন হিসেবে পাস হলে, তা ভারতীয় প্রবাসীদের জন্য এক বিশাল ধাক্কা হয়ে দেখা দেবে। গবেষণা সংস্থা পিউ রিসার্চের বিশ্লেষণ অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৪৮ লাখ ভারতীয় আমেরিকান আছে। যাদের মধ্যে ৩৪ শতাংশ বা ১৬ লাখ যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছে। নতুন আইন হলে, এই অভিবাসীদের অনেকেই আর স্বয়ংক্রিয়ভাবে আর স্থায়ী বাসিন্দা বা নাগরিক হতে পারবেন না।
 
একটি গবেষণায় দেখা গেছে যে, ২০২৩ সালের মার্চে নাগাদ আমেরিকার অভিবাসন প্রক্রিয়ার কর্মসংস্থানভিত্তিক ‘গ্রিন কার্ডের’ অপেক্ষমাণ তালিকায় থাকা ভারতীয় সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়েছে। ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক কেটো ইনস্টিটিউটের অভিবাসন বিষয়ক পরিচালক ডেভিড বিয়ার এই তথ্য দিয়েছেন।
সর্বশেষ সংবাদ
'জালিমের সহায়ক নয়, মজলুমের পক্ষের আওয়াজ হোন' 

'জালিমের সহায়ক নয়, মজলুমের পক্ষের আওয়াজ হোন'