, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ট্রাম্পের জয়ের পর যুক্তরাষ্ট্রে নিজের ভবিষ্যৎ দেখছেন না ইলন মাস্কের মেয়ে, চলে যাবেন অন্য দেশে 

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ০৫:৫৬:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ০৫:৫৬:৪৪ অপরাহ্ন
ট্রাম্পের জয়ের পর যুক্তরাষ্ট্রে নিজের ভবিষ্যৎ দেখছেন না ইলন মাস্কের মেয়ে, চলে যাবেন অন্য দেশে 
এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর যুক্তরাষ্ট্রে নিজের কোনো ভবিষ্যৎ দেখছেন না টেসলার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্কের সঙ্গে সম্পর্কচ্ছেদ করা তার ট্রান্সজেন্ডার মেয়ে। এজন্য সে যুক্তরাষ্ট্র ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। খবর এনডিটিভি
 
এদিকে ২০ বছর বয়সী ভিভান জেনা উইলসন ২০২২ সালে বাবা মাস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। ওই সময় তিনি জেন্ডার রূপান্তর (ছেলে থেকে মেয়ে হওয়া) ও নিজের নাম পরিবর্তনের অনুমতি চেয়ে আদালতে আবেদন করেছিলেন। মাস্কের মেয়ে যুক্তরাষ্ট্রে নিজের ভবিষ্যৎ না দেখলেও। ইলন মাস্ক ট্রাম্পের একজন কঠোর সমর্থক ছিলেন এবং নির্বাচন তিনি ট্রাম্পের হয়ে ব্যাপক টাকা বিতরণ করেন। 

গত বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে একটি পোস্ট দেন মাস্কের মেয়ে জেনা উইলসন। সেখানে তিনি লিখেছেন, ‘আমি কিছু সময়ের জন্য ভাবনাচিন্তার মধ্যে ছিলাম, কিন্তু গতকাল আমি মনস্থির করে ফেলেছি। যুক্তরাষ্ট্রে থাকার মধ্যে আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না।’

এদিকে ইলন মাস্ক ও তার প্রথম স্ত্রী জাস্টিন উইলসনের ঘরে ছয় সন্তান। তাদেরই একজন জেনা। রূপান্তরিত নারী জেনা আগে ছেলে ছিলেন। এর আগে জেনা তার বাবার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তিনি থেকেও না থাকার মতো। তার রূপান্তরিত (ট্রান্সজেন্ডার) হওয়ার বিষয়টি তিনি মেনে নিচ্ছেন না।
দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরে নিজের স্বপ্নের কথা জানালেন বিশ্বজয়ী হাফেজ আনাস