, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪ , ২২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্ত মোহাম্মদ নবীর

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ০৩:২৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ০৩:২৫:০৯ অপরাহ্ন
ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্ত মোহাম্মদ নবীর
এবার ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত অগ্রিম জানিয়ে দিলেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির পর এই সংস্করণের ক্রিকেট থেকে সরে দাঁড়াবেন তিনি। অনেক আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মোহাম্মদ নবী।

তবে এখনও আফগানিস্তানের জার্সিতে সাদা বলের ক্রিকেট চালিয়ে যাচ্ছেন। কিন্তু ওয়ানডেতে আর বেশি দিন দেখা যাবে না এই অলরাউন্ডারকে। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান নিশ্চিত করেছেন নবির অবসরের কথা।

এদিকে নিজের সিদ্ধান্তের কথা ইতোমধ্যেই বোর্ডকে জানিয়ে দিয়েছেন ডানহাতি এই অলরাউন্ডার। বোর্ডও তার সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। ওয়ানডে থেকে অবসর নিয়ে নবীর টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে নাসিবের কথায়। ধারণা করা যাচ্ছে, ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে দেখা যেতে পারে তাকে।
সর্বশেষ সংবাদ
বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া

বাংলাদেশি মসজিদ বন্ধ করে দিল মালয়েশিয়া