, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪ , ২৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


রাগ করে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ায় তারকা পেসারকে নিষিদ্ধ

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ১১:২৪:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ১১:২৪:৫৭ পূর্বাহ্ন
রাগ করে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ায় তারকা পেসারকে নিষিদ্ধ
এবার ফিল্ড সাজানো নিয়ে অধিনায়কের সঙ্গে ঝামেলা, এরপর কথা কাটাকাটি তারপর, তর্কাতর্কি। তার জেরে রেগেমেগে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি জোসেফ। কিছুক্ষণ গিয়ে ডাগআউটে বসেও থাকেন। তারপর ফিরে আসেন মাঠে।

এমনই বিরল ঘটনা দেখা গেল ওয়েস্ট ইন্ডিজ বনাম ইংল্যান্ড তৃতীয় এক দিনের ম্যাচে। ম্যাচ এবং সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে নিজের কাজের জন্য সমালোচিত হয়েছিলেন পেসার জোসেফ। এবার পেলেন শাস্তিও। এমন অদ্ভুত কাণ্ড ঘটানোর এক দিন পর এল শাস্তির আনুষ্ঠানিক ঘোষণা। ম্যাচের মধ্যে অধিনায়কের ওপর ক্ষোভ প্রকাশ করে মাঠ থেকে বেরিয়ে যাওয়ায় দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে আলজারি জোসেফকে।

এ বিষয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) বলছে, ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জোসেফের আচরণ বোর্ডের পেশাদারি মানের সঙ্গে যায় না। ঘটনার জন্য জোসেফ দলের অধিনায়ক শাই হোপ ও টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমাও চেয়েছেন।

এদিকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড জোসেফের বিষয়ে একটি ব্যবস্থা নিয়েছে দ্রুতই। ঘটনার পর্যালোচনা ও দলের কোচিং স্টাফের সঙ্গে পরামর্শ করে জোসেফকে দুই ম্যাচের নিষেধাজ্ঞার কথা জানান সিডব্লুআইয়ের ডিরেক্টর অব ক্রিকেট মাইলস বাসকোমবে, ‘আলজারির আচরণ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মৌলিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এ ধরনের আচরণ উপেক্ষা করা যায় না। ঘটনার তীব্রতা আমলে আমাদের সুস্পষ্ট ব্যবস্থা নিতে হয়েছে।’
সর্বশেষ সংবাদ
'জালিমের সহায়ক নয়, মজলুমের পক্ষের আওয়াজ হোন' 

'জালিমের সহায়ক নয়, মজলুমের পক্ষের আওয়াজ হোন'