, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪ , ২৪ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


‘আ. লীগ আবার ক্ষমতায় আসলে প্রথম টার্গেট হবে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ’

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ১০:২৩:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ১০:২৩:০৯ পূর্বাহ্ন
‘আ. লীগ আবার ক্ষমতায় আসলে প্রথম টার্গেট হবে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ’
এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, দেশে যদি আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসে, তাদের প্রথম টার্গেট হবে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিনাজপুর হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক সমাবেশে তিনি এ কথা বলেন।

এদিন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নূর হোসেন মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকাল সাড়ে চারটার দিকে শুরু হয়ে সমাবেশ শেষ হয় মাগরিবের আজানের পরে। এতে অংশগ্রহণ করেন কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম, হাসানাত আবদুল্লাহ, তারিকুল ইসলাম সহ বেশ কয়েকজন।

হাসানাত আবদুল্লাহ আরও বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে শিক্ষার্থীদের ভবিষ্যৎকে পুঁজি করে ক্যারিয়ার বিনির্মাণ এবং প্রমোশন বাণিজ্যের মধ্যে অন্তর্ভুক্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি। রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের এ কয়দিনে কি এমন অবস্থান তৈরি হলো যার কারণে ফ্যাসিস্ট খুনী শেখ হাসিনার দোসররা আপনাদের সাথে কাজ করার জন্য আগ্রহ জানায়।

সারজিস আলম বলেন, এই বিশ্ববিদ্যালয় অবকাঠামোগতভাবে অনেক এগিয়ে আছে। তবে দুই যুগেও দেশের সেরা দশ বিশ্ববিদ্যালয়ে কেন ঢুকতে পারেনি এই প্রশ্ন গুলো আমাদের সামনে রাখতে হবে। একটি বিশ্ববিদ্যালয় পুরো রংপুর বিভাগকে কয়েক যুগ এগিয়ে দিতে পারে। এজন্য বিশ্ববিদ্যালয়কে আলাদা জায়গায় রাখতে হবে। বিশ্ববিদ্যালয় দলীয় লেজুড় বৃত্তিক ছাত্র রাজনীতির জায়গা নয়। ছাত্র নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কেন্দ্রীয় ছাত্র সংসদের ব্যবস্থা করতে হবে। কেনো বিশ্ববিদ্যালয় গুলো ফ্যাসিস্টের তোষামোদের আখড়ায় পরিণত হয় তা আমাদের খুঁজে বের করতে হবে।

উল্লেখ্য, জুলাই বিপ্লবকে সমুন্নত রাখতে এবং রাষ্ট্র পুনর্গঠনে বিপ্লবী ছাত্র জনতার করণীয় শীর্ষক আলোচনা করার জন্য সমাবেশটি অনুষ্ঠিত হয়।
সর্বশেষ সংবাদ
'জালিমের সহায়ক নয়, মজলুমের পক্ষের আওয়াজ হোন' 

'জালিমের সহায়ক নয়, মজলুমের পক্ষের আওয়াজ হোন'