, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নির্বাচনী ক্যম্পেইন ম্যানেজারকে হোয়াইট হাউসের ‘চিফ অব স্টাফ’ ঘোষণা করলেন ট্রাম্প

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ০৯:৪৩:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ০৯:৪৩:৩৯ পূর্বাহ্ন
নির্বাচনী ক্যম্পেইন ম্যানেজারকে হোয়াইট হাউসের ‘চিফ অব স্টাফ’ ঘোষণা করলেন ট্রাম্প
এবার দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প তার ঘনিষ্ঠ সহকর্মী ও সফল প্রচারণা পরিচালক সুজি ওয়াইলসকে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ হিসেবে নিযুক্ত করার ঘোষণা দিয়েছেন। ইতোপূর্বে ২০১৬ ও ২০২০ সালের নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ওয়াইলস।

এদিকে স্থানীয় সময় বৃহস্পতিবার (০৭ নভেম্বর) এক বিবৃতিতে ট্রাম্প বলেন, “সুজি ওয়াইলস শুধু আমার জন্য নয়, গোটা আমেরিকার জন্য একটি বড় জয় নিয়ে এসেছেন। তিনি তার কর্মদক্ষতা, স্মার্টনেস এবং নতুনত্বের কারণে সবার প্রিয় এবং সম্মানিত। আমেরিকাকে আবারও মহান করে তোলার জন্য তিনি নিরলসভাবে কাজ করবেন।”

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াইলস কিছু শর্তে চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করতে চেয়েছিলেন। শর্তগুলোর মধ্যে অন্যতম ছিল হোয়াইট হাউজে প্রেসিডেন্টের কাছে যাতায়াত সীমিত করার ক্ষমতা। নির্বাচনী প্রচারাভিযানে, ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী, পরিবার এবং অন্যান্য আগন্তুকদের হোয়াইট হাউজে প্রবেশে একধরনের অবাধ প্রবেশ ছিল, যা আগের চিফ অব স্টাফদের জন্য সমস্যার সৃষ্টি করেছিল।
 
গত ২০১৬ ও ২০২০ সালের সফল প্রচারণার জন্যে সুজি ওয়াইলসের প্রশংসা করা হয়। বিশেষ করে ২০২৪ সালের নির্বাচনী প্রচারে, ওয়াইলস ট্রাম্পের বিমানবহরে যাত্রীদের নাম তালিকাভুক্ত করার দায়িত্বে ছিলেন। তার কাজের একটি অংশ ছিল এমন লোকদের ট্রাম্পের কাছ থেকে দূরে রাখা যারা তাকে প্রতারিত করতে পারে বা তাকে প্রভাবিত করতে চাইত।

এদিকে সুজি ওয়াইলস ট্রাম্পের দীর্ঘকালের সহকারী এবং দক্ষ একজন রাজনৈতিক কৌশলবিদ হিসেবে পরিচিত। তার পিতা ছিলেন বিখ্যাত এনএফএল ধারাভাষ্যকার প্যাট সামারাল। প্রথমে ফ্লোরিডায় ট্রাম্পের নির্বাচন পরিচালনা করে তার সমর্থন অর্জন করেন। এরপর থেকে তিনি ট্রাম্পের প্রভাবশালী উপদেষ্টা হিসেবে কাজ করে আসছেন।
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা