, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


হামাস-হিজবুল্লাহ মানেই ইসরায়েলের পরাজয়: ইরানের সর্বোচ্চ নেতা 

  • আপলোড সময় : ০৮-১১-২০২৪ ০৯:৩২:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১১-২০২৪ ০৯:৩২:১৮ পূর্বাহ্ন
হামাস-হিজবুল্লাহ মানেই ইসরায়েলের পরাজয়: ইরানের সর্বোচ্চ নেতা 
এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি বলেছেন, গাজায় এখনও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে হামাস। অন্যদিকে লেবানেন হিজবুল্লাহ। এর অর্থ হলো ইসরায়েলের পরাজয় অতি নিকটে। খবর আল জাজিরা

গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক বিশেষজ্ঞ সম্মেলনে খামেনেয়ি বলেন, ইসরায়েল হামাসকে নির্মূল করতে যেয়ে পুরো বিশ্বকে তারা তাদের কুৎসিত চেহারা দেখিয়েছে। হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করেছে। নিজেদেরকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করেছে। 

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইসরায়েলে মনে করেছে তারা হামাসের শীর্ষ নেতাদের হত্যা করলেই হামাস থেকে যাবে। কিন্তু হামাস থেমে যায়নি। বরং তারা লড়াই চালিয়ে যাচ্ছে। এর অর্থ হলো ইসরায়েলের পরাজয় হয়েছে। 

গত ২১ জুলাই ইরানের রাজধানী তেহেরানে হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের শিকার হন। এরপর সেপ্টেম্বরে লেবাননের রাজধানী বৈরুতে হত্যাকাণ্ডের শিকার হন হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ। 

খামেনেয়ি বলেন, ৪০ বছর ধরে হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। দীর্ঘ এ লড়াইয়ে তারা বৈরুত, সিদন, তাইরে এবং দক্ষিণ লেবানন থেকেও ইসরায়েলকে হটাতে সক্ষম হয়েছে। 
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা