, রবিবার, ২৩ মার্চ ২০২৫ , ৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ


আফগান সিরিজ শেষ মুশফিকের

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০৭:০৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০৭:০৫:২৩ অপরাহ্ন
আফগান সিরিজ শেষ মুশফিকের
এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৯২ রানের ব্যবধানে হারিয়ে আফগানিস্তান। তাই দ্বিতীয় ম্যাচটি টাইগারদের কাছে সিরিজরক্ষার ম্যাচ। কিন্তু পরের দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম।

গতকাল (বুধবার) সিরিজের প্রথম ম্যাচে কিপিং করার সময় আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। তাই ব্যাট হাতে ৭ নম্বরে দেখা যায় তাকে। মুশফিকের পরিবর্তে চার ব্যাট করেছিলেন মেহেদী হাসান মিরাজ।বৃহস্পতিবার (৭ নভেম্বর) এক বিবৃতিতে আফগানিস্তান সিরিজ থেকে মুশফিকের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

এদিকে বিবৃতিতে বিসিবির ফিজিও দেলোয়ার হোসেন জানিয়েছেন, আফগানিস্তানের ব্যাটিং ইনিংসের শেষের দিকে, কিপিং করতে গিয়ে মুশফিকের বাম তর্জনীর ডগায় আঘাত পেয়েছেন মুশফিক। ম্যাচের পরে এক্স-রের ফলাফল থেকে আঙ্গুলে ফ্র্যাকচারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে তিনি পুর্নবাসন ব্যবস্থাপনার অধীনে আছেন।

তিনি আরও জানিয়েছেন, আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে পাওয়া যাচ্ছে না মুশফিককে। তার অবস্থা এবং পুর্নবাসন প্রক্রিয়া শেষ হওয়ার সময়কাল সম্পর্কে পরে জানানো হবে। সিরিজ রক্ষার ম্যাচে মাঠে নামার আগে দলের সেরা খেলোয়াড়কে হারানোটা বড় ধাক্কায় বলা যায় বাংলাদেশ দলের জন্য। তবে তার পরিবর্তে কাউকে দলে যোগ করা হবে কিনা তা এখনও জানা যায়নি।
সর্বশেষ সংবাদ
১০টা ফেরাউন-নমরূদকে একসঙ্গে করলেও হাসিনার সমান হবে না: হাসনাত

১০টা ফেরাউন-নমরূদকে একসঙ্গে করলেও হাসিনার সমান হবে না: হাসনাত