, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ , ২৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


পালিয়ে থাকা যুবলীগ নেতাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটুনি, ৭ দিন পর মৃত্যু

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ০৪:৩২:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ০৪:৩২:১৮ অপরাহ্ন
পালিয়ে থাকা যুবলীগ নেতাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটুনি, ৭ দিন পর মৃত্যু
এবার নাটোরে সাইদুর রহমান বাবু নামে এক যুবলীগ নেতাকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পেটানোর সাত দিন পর তার মৃত্যু হয়েছে। বুধবার (৬ নভেম্বর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাইদুর রহমান সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও দরাপপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

এদিকে পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত সাইদুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে একচেটিয়া ভাবে বিভিন্ন পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করতেন। এ নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। এরই জেরে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাইদুর রহমান বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে এলাকার ক্ষুব্ধ লোকজন। রতখন থেকে তিনি সপরিবারে আত্নগোপনে চলে যান। গত অক্টোবরের শেষ সপ্তাহে গোপনে নিজ এলাকায় এসে একটি জীর্ণ ও নির্জন বাড়িতে অবস্থান নেন তিনি।

এলাকায় তার উপস্থিতি টের পেয়ে ক্ষুব্ধ লোকজন গত ২৯ অক্টোবর সকালে সাইদুরকে ধরতে ওই বাড়ি ঘেরাও করলেও কৌশলে পালিয়ে যান তিনি। পরদিন দুপুরে কয়েকজন যুবক সাইদুরকে নাটোর শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে তুলে তার এলাকা দরাপপুর বাজারে নিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে প্রকাশ্যে পেটায়। 

পরে গুরুতর আহত অবস্থায় তাকে নাটোর আধুনিক সদর ভর্তি করা হলে চিকিৎসকরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়। এদিকে, আত্মগোপনে থাকা সাইদুরের বড় ভাই স্থানীয় কৃষক লীগ নেতা শহিদুল ইসলাম নান্নু দাবি করেন, তার ছোট ভাইকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় বেশ কয়েকজন অধিবাসী নাম প্রকাশ না করার শর্তে জানান, সাইদুর রহমান বিগত সরকারের সময় বিএনপির অসংখ্য নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। তার বিরুদ্ধে অনেককে নির্যাতন করে অর্থ আদায়ের অভিযোগও আছে। ফলে সাইদুরের ওপর স্থানীয়দের ক্ষোভ তৈরি হয়েছিল।

এ বিষয়ে নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
সর্বশেষ সংবাদ
পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা

পশ্চিমবঙ্গে নতুন বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন তৃণমূল নেতা