এবার লেবাননের রাজধানী শহর বৈরুতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শহরটির দক্ষিণাঞ্চলে একটি আবসিক ভবনে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ছাড়া পূর্বাঞ্চলীয় বালবেক ও বেকা এলাকায় ইসরায়েলি হামলায় আরও ৪০ জন নিহত হয়েছেন। খবর বিবিসির।
এদিকে লেবাননের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, বৈরুতের দক্ষিণে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৩০ জনের লাশ জরুরি কর্মীরা উদ্ধার করেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় হওয়া এই হামলায় চার তলা ভবনের একপাশ ধসে যায়। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বুধবার পূর্বাঞ্চলীয় বালবেক ও বেকা গভর্নরেটের আশপাশে ইসরায়েলি হামলায় আরও ৪০ জন নিহত হয়েছেন। দেশটির সংস্কৃতিমন্ত্রী জানান, ইসরায়েলি হামলায় ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বালবেক শহরের রোমান ধ্বংসাবশেষের আশপাশে অটোমান যুগের একটি ভবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা বলেছেন, বালবেক এলাকায় তারা যে হামলা চালিয়েছে তাতে হিজবুল্লাহ সদস্যদের টার্গেট করা হয়েছে। বালবেক-হারমেল প্রদেশের গভর্নর বাচির খোদর তার এক্স অ্যাকাউন্টে বলেছেন, ইসরায়েলি যুদ্ধবিমান বুধবার বালবেকে ২০টি বিমান হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় বার্তাসংস্থা এনএনএ-এর খবর, হামলায় ধ্বংস হওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে বেঁচে যাওয়া ব্যক্তিদের সন্ধানের চেষ্টা অব্যাহত রয়েছে।