, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


১ জানুয়ারি থেকে সুইজারল্যান্ডে ‘বোরকা নিষিদ্ধ’ 

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ১০:৪৮:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ১০:৪৮:৫১ পূর্বাহ্ন
১ জানুয়ারি থেকে সুইজারল্যান্ডে ‘বোরকা নিষিদ্ধ’ 
আগামী বছরের ১ জানুয়ারি থেকে সুইজারল্যান্ডে বোরকার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। দেশটির সরকারের বরাত দিয়ে বুধবার (৬ নভেম্বর) এই খবর জানিয়েছে রয়টার্স। বোরকাসহ মুখ ঢেকে রাখে এমন পোশাকের ওপর নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। যদিও এই আইনের নিন্দা জানিয়েছে কয়েকটি মুসলিম সংগঠন।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এক গণভোটে বোরকা পরিধানের বিরুদ্ধে রায় দিয়েছে দেশটির জনগণ। পরে দেশটিতে বোরকার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আইন পাস করা হয়। এর আগে ২০০৯ সালে দেশটিতে নতুন কোনো মিনার নির্মাণের ওপরও একই প্রক্রিয়ায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

সুইজারল্যান্ডের গভর্নিং ফেডারেল কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, কেউ এই আইন লঙ্ঘন করলে ১ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হবে। বাংলাদেশি মুদ্রার মান অনুযায়ী যা ১ লাখ ৩৬ হাজার টাকারও বেশি। সুইস সরকার আরও জানিয়েছে, বোরকার ওপর নিষেধাজ্ঞাটি প্লেন কিংবা কোনো কূটনৈতিক এবং কনস্যুলার প্রাঙ্গণে প্রযোজ্য হবে না। উপাসনালয় এবং অন্যান্য পবিত্র স্থানগুলোতেও কেউ চাইলে মুখ ঢেকে রাখতে পারবেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে—স্বাস্থ্য ও নিরাপত্তা, দেশীয় রীতিনীতি বা আবহাওয়ার কারণে মুখের ওপর কোনো আবরণ ব্যবহার অনুমোদিত থাকবে শুধু। শৈল্পিক উপস্থাপন এবং বিনোদন ও বিজ্ঞাপনের ক্ষেত্রেও এটির অনুমতি দেয়া হবে। পাশাপাশি মতো প্রকাশের স্বাধীনতা এবং সমাবেশে ব্যক্তিগত সুরক্ষার জন্য কেউ চাইলে অনুমতি সাপেক্ষে মুখ ঢেকে রাখতে পারবেন।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা