, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


কোনো অবস্থাতেই কারও উসকানির ফাঁদে পা দেবেন না: শায়খ আহমাদুল্লাহ

  • আপলোড সময় : ০৭-১১-২০২৪ ১০:২৫:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১১-২০২৪ ১০:২৫:৩৪ পূর্বাহ্ন
কোনো অবস্থাতেই কারও উসকানির ফাঁদে পা দেবেন না: শায়খ আহমাদুল্লাহ
এবার সামাজিক সাহায্য সংস্থা আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ কোনো অবস্থাতেই কারও উসকানির ফাঁদে পা না দেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ়।’ বুধবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেন তিনি।  

এতে তিনি লেখেন, ‘আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল ঐতিহ্যে কালিমা লেপনের নানামুখী চক্রান্ত চলমান আছে। সবাইকে সর্বোচ্চ সতর্কতা ও ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি। কোনো অবস্থাতেই কারও উসকানির ফাঁদে পা দেবেন না।’
 
এর আগে, দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির পেছনে সিন্ডিকেটকে দায়ী করেন শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, একশ্রেণির অতিলোভী মুনাফাখোর ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে দেশের কোটি কোটি মানুষ সব সময়ই কষ্টের শিকার হন। মজুতদারি ও সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে কষ্ট দেয়া ব্যবসায়ী যতই নামাজ, রোজা, হজ, ওমরা পালন কিংবা দান-সদকা করুক না কেন, দুনিয়াতে সে প্রকৃত মুসলিম এবং আখেরাতে মুক্তি লাভ করতে পারবেন না।
 
তিনি আরও বলেন, যে সম্পদের জন্য এতো আয়োজন, সে সম্পদই একদিন তাদের জাহান্নামের আগুনে পোড়ার কারণ হবে। কেননা নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পাপাচারী লোক ছাড়া কেউ মজুতদারি ও সিন্ডিকেট করতে পারে না। (মুসলিম ১৬০৫)
আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ

আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ