, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ , ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


নিজেকে বিজয়ী ঘোষণা করলেন ট্রাম্প

  • আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০৩:৩৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০৩:৩৭:১৭ অপরাহ্ন
নিজেকে বিজয়ী ঘোষণা করলেন ট্রাম্প
এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের একদম দ্বারপ্রান্তে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর মাত্র তিনটি ইলেক্টোরাল ভোট পেলেই আগামী চার বছরের জন্য হোয়াইট হাউসের অধিপতি হবেন তিনি। তবে ফলাফল ঘোষণার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এই জয়কে রাজনৈতিক বিজয় ঘোষণা করে তিনি যুক্তরাষ্ট্রকে সোনালি যুগে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। ফ্লোরিডায় নিজের প্রচারাভিযানের সদরদফতরে উল্লাসরত সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে ট্রাম্প এই প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, আমেরিকা আমাদের একটি অভূতপূর্ব ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে। এটি আমেরিকান জনগণের জন্য একটি দুর্দান্ত বিজয়, যা আমাদের আমেরিকাকে আবার মহান করার সুযোগ দেবে।

এই জয়কে রাজনৈতিক জয় অ্যাখ্যা দিয়ে তিনি জানান, জনগণ এই দিনটি আবার ফিরে দেখবে। নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের মধ্যে একটি হিসেবে বিবেচনা করবেন।...!
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন নাসার প্রধান নভোচারী

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন নাসার প্রধান নভোচারী