, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ , ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বিশ্ব নেতাদের অভিনন্দন

  • আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০২:৫২:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০২:৫২:২৬ অপরাহ্ন
ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বিশ্ব নেতাদের অভিনন্দন
এবার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী ঘোষণা করার পরপরই অভিনন্দন জানাতে শুরু করেছেন বিশ্বনেতারা। 

এদিকে বিবিসি জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন। হোয়াইট হাউসে আপনার ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা এবং ইসরায়েল ও আমেরিকার মধ্যকার মহান জোটের জন্য একটি শক্তিশালী প্রতিশ্রুতি। তিনি আরও বলেছেন, এটি একটি বিশাল বিজয়।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, মার্কিন রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় প্রত্যাবর্তন এটি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার বিশাল জয়ের জন্য অভিনন্দন। বিশ্বের জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় বিজয়।

এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার অভিনন্দন জানিয়ে বলেছেন,  আমি সামনের বছরগুলোতে আপনার সাথে কাজ করার জন্য উন্মুখ। সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে আমরা স্বাধীনতা, গণতন্ত্র রক্ষায় কাঁধে কাঁধ মিলিয়ে চলি।
সর্বশেষ সংবাদ
প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন নাসার প্রধান নভোচারী

প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন নাসার প্রধান নভোচারী