, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


জয়ে ফিরতে আফগানদের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

  • আপলোড সময় : ০৬-১১-২০২৪ ১২:৫৬:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৪ ১২:৫৬:০৯ অপরাহ্ন
জয়ে ফিরতে আফগানদের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ
এবার বাংলাদেশ ক্রিকেট দল খুব একটা ছন্দে নেই। ভারত সফরে টেস্ট ও টি-টুয়েন্টিতে হোয়াইটশওয়াশের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ঘরেও একই চিত্র। এবার সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামছে টাইগাররা। বুধবার (৬ নভেম্বর) সিরিজের প্রথম ম্যাচে আফগানদের মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। আফগানদের হারিয়ে ছন্দে ফিরতে মরিয়া নাজমুল হোসেন শান্ত’র দল। এদিন বাংলাদেশ সময় বিকেল চারটায় শারজায় গড়াবে সিরিজের প্রথম ম্যাচ। 

সিরিজটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। এছাড়া জ্বরের কারণে নেই স্কোয়াডে লিটন দাস। দলে ডাক পেলেও বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও অভিষেকের অপেক্ষায় থাকা নাহিদ রানা এখনও পৌঁছাতে পারেননি আমিরাতে। কাঁধের চোটে খেলার সম্ভাবনা নেই ওপেনার তানজিদ তামিমেরও।

তবে জয়ের সন্ধানে থাকা বাংলাদেশ দল অভিজ্ঞ মুশফিকুর রহিম-মাহমুদউল্লাহ রিয়াদদের নিয়ে শক্ত একাদশই সাজাবে। পাশাপাশি টপঅর্ডারে তাওহীদ হৃদয় আছেন ভরসার পাত্র হয়ে। এছাড়া স্পিনে মেহেদী হাসান মিরাজের পাশাপাশি আছেন রিশাদ হোসেনও। আর পেস ইউনিটে তাসকিন-শরীফুলরা প্রতিনিধিত্ব করবেন টাইগারদের।

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: জাকির হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
দেশে ফিরল বিশ্বজয়ী হাফেজ আনাস

দেশে ফিরল বিশ্বজয়ী হাফেজ আনাস