, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


আইপিএলের নিলামে ১৩ বাংলাদেশি, তারিখ-ভেন্যু ঘোষণা

  • আপলোড সময় : ০৬-১১-২০২৪ ১২:৩৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৪ ১২:৪২:১০ অপরাহ্ন
আইপিএলের নিলামে ১৩ বাংলাদেশি, তারিখ-ভেন্যু ঘোষণা
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অষ্টাদশ আসরের মেগা নিলাম যে বিদেশের মাটিতে হবে সেটি আগেই জানা গিয়েছিল। তবে ভেন্যু নির্ধারণে কিছুটা সংশয়ে ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। অবশেষে তারা নিলামের সময় ও ভেন্যু চূড়ান্ত করেছে। আগামী ২৪-২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে পরবর্তী আইপিএলের মেগা নিলাম। যেখানে ১৩ বাংলাদেশি ক্রিকেটারের নাম রয়েছে।

আগামী ২০২৫ আইপিএলের মেগা নিলামের বিষয়ে (মঙ্গলবার) আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিসিসিআই। এতদিন নিলামের ভেন্যু হিসেবে শোনা যাচ্ছিল সৌদি আরবের রাজধানী রিয়াদের কথা। তবে এবার বেছে নেওয়া হয়েছে জেদ্দা শহরকে। এ বছর নিলামের জন্য দেশি-বিদেশি মিলিয়ে ১৫৭৪ জন ক্রিকেটার নাম জমা দিয়েছেন। এর মধ্যে ভারতীয় ক্রিকেটার ১১৬৫ জন এবং বিদেশি রয়েছেন ৪০৯ জন।

আইপিএলের রিটেনশন পর্ব শেষ হয়েছে ৩১ অক্টোবর। আইপিএলের ১০টি দল মিলিয়ে ৪৬ জন ক্রিকেটারকে আগামী তিন মৌসুমের জন্য রেখে দিয়েছে। নিলামে সব মিলিয়ে আরও ২০৪ জন ক্রিকেটার দল পেতে পারেন। তার মধ্যে ৭০ জন বিদেশি ক্রিকেটার থাকতে পারেন। বিসিসিআই কোন দেশ থেকে কতজন ক্রিকেটার নাম দিয়েছেন সেই সংখ্যাটি জানিয়েছে। তবে তাদের নাম জানায়নি। ওই তালিকায় বাংলাদেশ থেকে আছেন ১৩ ক্রিকেটার।
 
আইপিএল নিলামে ভারতের পর সর্বোচ্চ ৯১ জন ক্রিকেটারের নাম দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া অস্ট্রেলিয়ার ৭৬, ইংল্যান্ডের ৫২, নিউজিল্যান্ডের ৩৯, ওয়েস্ট ইন্ডিজ ৩৩, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সমান ২৯, নেদারল্যান্ডসের ১২ জনের নাম রয়েছে। এভাবে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রসহ আইসিসি সহযোগী ও সহকারী দেশগুলোর ক্রিকেটারও থাকবেন নিলামে।

এবারের নিলামের আগে গত আসরে অধিনায়কত্ব করা ভারতের তিন তারকা ক্রিকেটার লোকেশ রাহুল, ঋষভ পান্ত, শ্রেয়াস আইয়ারকে ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। অর্থাৎ এবার তাদের নতুন কোনো দলে দেখা যেতে পারে। এ ছাড়া মোহাম্মদ শামি, আরশদীপ সিং, মোহাম্মদ সিরাজের মতো প্রথম সারির ক্রিকেটাররাও নিলামের মাধ্যমে দল পাবেন।

প্রসঙ্গত, প্রতি তিন বছর পর আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হয়ে থাকে। অর্থাৎ আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো আগামী তিন বছরের জন্য (২০২৫-২৭) নিজেদের স্কোয়াড গঠন করবে সেখান থেকে। ফলে ‍বৃহৎ এই নিলাম হয়ে থাকে দু’দিন ব্যাপী। এর মাঝের দুই বছর হয় মিনি নিলাম একদিন ব্যাপী। গত আসর মিনি নিলাম হলেও আইপিএল ইতিহাসের সর্বোচ্চ দামের রেকর্ড গড়েছিল। এবার সেটিকেও ছাড়িয়ে নতুন ইতিহাস হতে পারে। এ নিয়ে টানা দ্বিতীয়বার আইপিএলের নিলাম হচ্ছে বিদেশের মাটিতে। ২০২৪ এর নিলাম হয়েছিল দুবাইয়ে।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া