, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, আহত ১২

  • আপলোড সময় : ০৬-১১-২০২৪ ১১:২০:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-১১-২০২৪ ১১:২০:৩৫ পূর্বাহ্ন
চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, আহত ১২
এবার চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন হাজারী গলি এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় পুলিশসহ আহত হয়েছেন ১২ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার ৫ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে একটি উদ্ধার অভিযান পরিচালনা করতে গেলে এ হামলার ঘটনা ঘটে। যৌথ বাহিনীর টাস্কফোর্স-৪ চট্টগ্রাম থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ বিষয়ে আজ বুধবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। উদ্ধার অভিযানের এক পর্যায়ে দুর্বৃত্তরা বিভিন্ন ভবনের ছাদ থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে এসিড ও ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে করে ৬ পুলিশ সদস্য এবং ৬ সেনা সদস্য আহত হন।

জানা গেছে, কিছুদিন আগে একজন ফেসবুক ব্যবহারকারী তার প্রোফাইলে একটি ফটোকার্ড শেয়ার করেন। সেখানে ইসকন নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য ছিল। ফটোকার্ড সম্বলিত সেই পোস্ট নিজের প্রোফাইলে শেয়ার করেন হাজারী গলির মিয়া শপিং সেন্টারের একটি দোকানের মালিক।

আর সেই পোস্টে ক্ষুব্ধ হয়ে স্থানীয়দের একাংশ দোকানটি ভাঙচুর করে এবং ওই ব্যবসায়ীর ওপর আক্রমণের চেষ্টা করেন। বিক্ষুব্ধদের থামানোর সময় সেনাসদস্যরা ধাওয়া দিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করলে তারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চড়াও হয়।
সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া

সেনাকুঞ্জে কুশল বিনিময় করলেন ‍ড. মুহাম্মদ ইউনূস-খালেদা জিয়া