, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে মোদির বিস্ফোরক মন্তব্য

  • আপলোড সময় : ০৫-১১-২০২৪ ০২:২৭:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৪ ০২:২৭:৪৯ অপরাহ্ন
বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে মোদির বিস্ফোরক মন্তব্য
এবার ঝাড়খন্ডে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেছেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস ও আরজেডি— তিনটি দলই অনুপ্রবেশকারীদের সমর্থন করে। বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভোট পাওয়ার জন্য এদেরকে গোটা রাজ্যে বসবাসের জায়গা করে দিচ্ছে এই তিন দল।

গতকাল সোমবার (৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি এখানে এমন হয়ে গেছে যে সরস্বতী বন্দনার ওপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। এখান থেকেই বোঝা যায় বিপদ কতটা বড়। যখন উৎসবে পাথর ছোঁড়া হয়, দুর্গা মাকেও আটকে দেয়া হয়, যখন কারফিউ জারি করা হয়, তখন জানা যায় যে পরিস্থিতি কতটা গুরুতর। মেয়েদের সঙ্গে বিয়ের নাম করে প্রতারণা হচ্ছে। তখন বুঝতে হবে জল মাথার ওপর দিয়ে গড়িয়ে যাচ্ছে।

এদিকে নরেন্দ্র মোদি আরও বলেন, যখন অনুপ্রবেশের মামলা আদালতে যায়, প্রশাসন তা অস্বীকার করে, তখন বুঝতে হবে সরকারতন্ত্রেই অনুপ্রবেশ হয়ে গেছে। গত রোববার ঝাড়খণ্ডে ভোটের প্রচারে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ বন্ধ হয়নি। কারণ, সেখানে স্থানীয় প্রশাসনই অনুপ্রবেশে মদত দেয়। ঝাড়খণ্ডেও একই কারণে অনুপ্রবেশ বন্ধ হয়নি। স্থানীয় প্রশাসন এখানেও অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা