, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪ , ১৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ফুটবল ম্যাচের মাঝে বজ্রপাত: নিহত ১ আহত ৫

  • আপলোড সময় : ০৫-১১-২০২৪ ১২:৫০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৪ ১২:৫০:২০ অপরাহ্ন
ফুটবল ম্যাচের মাঝে বজ্রপাত: নিহত ১ আহত ৫
এবার ম্যাচ শুরুর কিছু সময় পরই বৈরী আবহাওয়ার কারণে খেলা অসমাপ্ত রেখে মাঠ ছাড়ছিলেন ফুটবলাররা। সেসময় ঘটে মর্মান্তিক এক দুর্ঘটনা। বজ্রপাতে মারা গেছেন এক ফুটবলার। মৃত্যুর সঙ্গে লড়ছেন আরও একজন। রেফারিসহ আহত হয়েছেন বেশ কয়েকজন।

সম্প্রতি লাতিন আমেরিকার দেশ পেরুর ঘরোয়া লিগে জুভেন্টুড বেলাভিস্তা ও ফ্যামিলিয়া চোকার ম্যাচের ঘটনা। খেলা বন্ধের আগে জুভেন্টুড বেলাভিস্তা এগিয়ে ছিল ২-০তে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ম্যাচের ২৩ মিনিটে স্টেডিয়ামের আশেপাশে বজ্রপাতের শব্দ শুনে খেলা বন্ধ করে দেন রেফারি। দুদলের খেলোয়াড়রা মাঠ ছেড়ে যাচ্ছিলেন ড্রেসিংরুমের দিকে।

সে সময় হঠাৎ বজ্রপাত হয়, বাজ পড়ে ৩৯ বর্ষী খেলোয়াড় হোসে হুগো দে লা ক্রুজ মেসার উপর। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে পড়ে যান আরও করেকজন। সবাইকে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি মেসাকে। হাসপাতালে ভর্তি আছেন এরিক এস্তিভেন সেন্তে কুইলর, জোসেপ গুস্তাভো পারিয়োনা চোকা এবং ক্রিশ্চিয়ান পিতুই কাহুয়ানা। তাদের মধ্যে হুয়ান চোকারের অবস্থা আশঙ্কাজনক।
সর্বশেষ সংবাদ
বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা

বিশ্বে ভুয়া তথ্য ছড়ানোয় শীর্ষে ভারত: মাইক্রোসফটের সমীক্ষা