, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ


ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের পোড়া কপাল

  • আপলোড সময় : ০৫-১১-২০২৪ ১১:২০:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৪ ১১:২০:৫২ পূর্বাহ্ন
ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের পোড়া কপাল
এবার নেইমার আর ইনজুরিকে এখন একে অপরের পরিপূরক বললেও হয়তো ভুল বলা হবে না। ধারাবাহিকভাবে চোটাক্রান্ত হয়ে এমন প্রমাণই রেখে চলেছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। বিষয়টি এখন এমন যে, ইনজুরি যেন নেইমারের আত্মীয়, তাই নেইমারের পিছু ছাড়ছে না। 

আল হিলালের এই তারকা গত বছর এসিএল ইনজুরিতে পড়ার পর দীর্ঘ এক বছর মাঠের বাইরে থাকতে হয়েছে। সদ্য বিদায় নেয়া অক্টোবর মাসে ফিরেছেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে। অনেকেই যখন আরও একবার মাঠে নেইমারের ফেরা উদযাপনের অপেক্ষায়, তখনই আরও একবার ইনজুরিতে পড়লেন সময়ের অন্যতম প্রতিভাবান এই ফুটবলাররা। 

এদিকে দীর্ঘ এক বছর অপেক্ষার পর দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে ফের ছিঁটকে যাওয়ার শঙ্কায় নেইমার। সোমবার (৪ নভেম্বর) ইস্তেঘাল এফসির বিপক্ষে ম্যাচ শেষ না করেই মাঠ ছাড়তে হয়েছে তাকে। মাঠে নামার ৩০ মিনিট পরেই উঠে যেতে হয় তাকে। ম্যাচের ৫৮ মিনিটে বদলি হিসেবে নেমেছিলেন তিনি।

তবে নেইমার হতাশার মাঝেও বড় খবর, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইস্তেঘাল এফসিকে ৩-০ গোলে হারিয়েছে আল হিলাল। সার্বিয়ান তারকা আলেক্সান্দার মিত্রোভিচ করেছেন হ্যাটট্রিক। কিন্তু আল হিলালের জয়ের চেয়েও বড় খবর হয়ে উঠেছে নেইমারের ইনজুরিটাই। ডান পায়ের পেছনের দিকে চোট পেয়েছেন। যন্ত্রণায় শুয়ে পড়েন মাঠে। বাধ্য হয়ে আল হিলালের কোচ তাকে মাঠ থেকে তুলে নেন। এক বছর পর মাঠে ফিরে দুই ম্যাচ মিলিয়ে মাত্র ৪২ মিনিট খেলেছেন এই ব্রাজিলিয়ান।

এদিকে ক্লাব সূত্রে জানা গেছে, উরুর মাংসপেশির ইনজুরিতে পড়েছেন নেইমার। এই ইনজুরি কতটা মারাত্মক তা এখনও পরিষ্কার নয়। ফলে মাঠে ফিরতে তার ঠিক কতদিন লাগবে তাও নিশ্চিত নয়। সাধারণ মাংসপেশির চোটে অবশ্য তিন থেকে চার সপ্তাহের জন্যই মাঠের বাইরে থাকতে হয় খেলোয়াড়দের। 
আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ

আদালতে ব্যারিস্টার সুমনের ওপর পচা ডিম নিক্ষেপ