, মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪ , ২১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ


মন্দিরে ‘এসি’র পানিকে ‘চরণামৃত’ ভেবে পান করছেন ভক্তরা! 

  • আপলোড সময় : ০৫-১১-২০২৪ ১০:৩৯:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-১১-২০২৪ ১০:৩৯:২৫ পূর্বাহ্ন
মন্দিরে ‘এসি’র পানিকে ‘চরণামৃত’ ভেবে পান করছেন ভক্তরা! 
এবার ভারতে চরণামৃত ভেবে মন্দিরের দেওয়ালে লাগানো হাতির মূর্তির গা বেয়ে গড়িয়ে পড়া এসির পানি খাওয়ার জন্য হুড়োহুড়ি করছেন ভক্তরা। মথুরার বাঁকে বিহারী মন্দিরে এ ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ঘটনার শুরু ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিও থেকে। সেই ভিডিওতে দেখা গিয়েছে, মন্দিরের দেয়ালে লাগানো হাতির মূর্তির গা বেয়ে গড়িয়ে পড়া পানি খাওয়ার জন্য হুড়োহুড়ি করছেন ভক্তরা। কেউ হাতে ধরে সেই পানি খাচ্ছেন। কেউ আবার কাপে ভরে চুমুক দিচ্ছেন।

ভিডিওতে শোনা যাচ্ছে, যারা পানি খাচ্ছেন তাদের উদ্দেশে কেউ বলছেন, ‘ওই পানি খাবেন না। ওটা চরণামৃত নয়। মন্দিরের পুজারিরা নিশ্চিত করে জানিয়েছেন, ওটা এসির পানি।’ 

কেউ লিখেছেন, ‘এদের অবিলম্বে শিক্ষিত করা দরকার। চরণামৃত ভেবে এসির পানি কী করে খেতে পারেন!’ কেউ আবার লিখেছেন, ‘সবাই করছে বলেই করতে হবে। এদের এমনই কুসংস্কার যে, কোনও কাজ করার আগে নিজের যুক্তি, বুদ্ধিকে এক বারও কাজে লাগাবে না। ভারতীয়রা কি এতটাই অশিক্ষিত!’
সর্বশেষ সংবাদ
সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলন, আলেম-ওলামা ও জনতার ঢল

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলন, আলেম-ওলামা ও জনতার ঢল